আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার হুমকিতে ফিফা ওয়ার্ল্ড কাপ

ব্রাজিলের জনসংখ্যার একটা বড় অংশের বসবাস দারিদ্রসীমার নিচে। এরমধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজনে দেশটি যে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে তা নিয়ে খোদ নিজের দেশের জনগণের রোষের মুখে পড়েছে ব্রাজিল সরকার।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ফিফা ওয়ার্ল্ড কাপের উপর সাইবার আক্রমণের হুমকি দেওয়া ব্রাজিলের হ্যাকারদের। ব্রাজিলের একাধিক হ্যাকারের সঙ্গে যোগাযোগ করে হুমকির সত্যতাও নিশ্চিত করেছে রয়টার্স।
এদিকে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সম্পূর্ণ অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানালেও বড় হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ব্রাজিলের সেনাবাহিনী।

  
‘‘আমরা এর মধ্যেই পরিকল্পনা শেষ করেছি। তারা আমাদের ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে মনে করি না আমি। ’’
এডুয়ার্ডো ডিয়োরাট্টো ছদ্মনাম ব্যবহার করে রয়টার্সকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট এক হ্যাকার।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাসীর সম্মুখে ফিফা, ব্রাজিল সরকার এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর একসঙ্গে সাইবার আক্রমণ চালানোর এটাই সুবর্ণ সুযোগ এমন মন্তব্যও করেছে হুমকিদাতা হ্যাকাররা।
চে কমোডোরে ছদ্মনাম ব্যবহার করে আরেক হ্যাকার রয়টার্সকে বলেন, “আক্রমণের মূল লক্ষ্য হবে অফিশিয়াল ওয়েবসাইট এবং স্পন্সর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো।


“ডিস্ট্রিবিটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের সম্ভাবনাই বেশি। ” তাও বলেছেন ওই হ্যাকার।
তবে ব্রাজিলের সাধারণ নাগরিক ওই সাইবার আক্রমণের শিকার হবেন না বলে দাবি করেছেন তিনি।
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ উপলক্ষে আনুমানিক ৮৪০ কোটি পাউন্ড খরচ হবে ব্রাজিল সরকারের। একদিকে যেমন ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশটির সরকার এই বিপুল অর্থ খরচ করছে, অন্যদিকে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার জনগণের মধ্যে বাড়ছে দারিদ্রের কারণে বিভেদ।


কনফেডারেশন কাপের সময়ই জনগণের মধ্যে চেপে এই ক্ষোভের প্রমাণ হাতেনাতে পেয়েছিল ব্রাজিল সরকার। ফুটবল টুর্নামেন্টটি চলাকালীন প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন ১০ লাখেরও বেশি মানুষ।
ওয়ার্ল্ড কাপ উপলক্ষে নতুন স্টেডিয়াম ও আনুসঙ্গিক খাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করলেও দেশটির টেলিযোগাযোগ ব্যবস্থায় নিয়ে ব্রাজিল সরকার মাথা ঘামায়নি বলেই জানিয়েছে রয়টার্স। দেশটির অনলাইন নিরাপত্তা ব্যবস্থা একদিকে খুবই দুর্বল, আছে পাইরেটেড সফটওয়্যারের বহুল ব্যবহার। অন্যদিকে দেশটির স্থানীয় সাইবার অপরাধীরাও যথেষ্ট শক্তিশালী।


এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফিফা মুখপাত্র।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.