আমাদের কথা খুঁজে নিন

   

আত্মহত্যার আগে ও পরে

আত্মহত্যার আগে ও পরে
বিস্তর পার্থক্য ফেলে-
ঢেলে সাজানোর এমন স্বভাব
আমার কখনোই ছিল না।
পাতার শিশির শিষ দিয়ে গেলে
আমাদের শরীর শির শির করে
আর দিল-দরিয়ার মানুষ অবাক হয়ে
কেবল আমার পানেই তাঁকিয়ে থাকে।
এবা্র উল্টোরথের পরের দিন
পাশের বাড়ির মেয়েটি কোন এক
অবকাশে ভুল করে ভালো বেসে ফেলে।
এরপর
আবার ভুল করে তাকে বলেও ফেলে
ভালোবাসি…….., ভালবাসি তোমাকেই।
সেই ভুলের মাশুলও সে দিল
তার সমস্ত খুঁইয়ে,
বাঁশের শরীর থেকে চামড়া চেছে নিলে
যেমন সব ন্যাংটো ন্যাংটো লাগে
এখন তার ঠিক তেমনই অবস্থা
এতক্ষণ ধরে আমি তার সঙ্গে কথা বলেই ফিরছিলাম্।।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।