আমাদের কথা খুঁজে নিন

   

একি শুনছি



বাংলাদেশ আর ফাকিস্তান এর খেলা দেখছিলাম । জিতব না হারব এমন অবস্থা চলছিল । শেষ দিকে গিয়ে হেরে গেলাম আর মনটা গেল বেজায় খারাপ হয়ে ! নিজেকে বোঝানর চেষ্টা করছিলাম । তখন শুনলাম ওই ফাকিস্তানের জয় নিয়ে কোন নতুন প্রজন্মের রাজাকার তার ইয়াহিয়া মারকা হাসি দিচ্ছে মাথা তো চরম খারাপ হয়ে গেল আর দিলাম তাকে ভাল মানুষ বলে একটা ভাল এডজেকটিভ উপহার!
খেলা যখন শেষ হল তখন পেলাম এক বন্ধুর মেসেজ । দেখেই মেজাজ গেল আর বিগড়ে ।

তার আফ্রিদি বন্ধনা দেখে গায়েই আগুন লাগল যেন। একজন সাপোর্টার হিসেবে যেকোন দল সাপোর্ট করার অধিকার সবার আছে তাই বলে যে দেশের বাতাস আর খাওয়ার খেয়ে বেঁচে থাকা সেই দেশের বিপক্কে বলি কোন বিবেক দিয়ে । নতুন প্রজন্মের রাজাকার দেখে। আমি তো কোন পয়েন্ট খুঁজে পাইনা যারা নিজ দেশের সময় অন্য দেশকে সাপোর্ট করে। সাপোর্ট করবে কর তাই বলে এমন দেশকে যার জন্য এত আঘাত পেলাম ।

ওইসব মানুষ কি এটা বোঝে না যে বাংলাদেশ জিতলে ওই পাকিস্তানিরা আমাদের মত নিজ দেশের বিপক্কে গিয়ে কথা বলবে না। এত স্বাধীনতার কথা বলে কি লাভ !!! আমরা তো নিজেরাই নিজেদের মর্যাদা দেয় না!! একি শুনছি !!!! যে যা বলুক ভাই আমার দেশ আমার কাছে সব সময় সেরা আছে !!!!থাকবে!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।