আমাদের কথা খুঁজে নিন

   

'ফ্রুটো-ভিকারুননিসা নূন ১৭তম বিজ্ঞান উৎসব'-২০১৪

২৮ ফেব্রুয়ারি থেকে চার দিনব্যাপী প্রাণ 'ফ্রুটো-ভিকারুননিসা নূন ১৭তম বিজ্ঞান উৎসব'-২০১৪ গতকাল শষে হয়েছে। উৎসবে ২৫টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজারের বেশী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ ফ্রুটো। প্রায় ২০০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস রোকেয়া আক্তার বেগম। এছাড়াও প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আনিছুর রহমান, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগমসহ শিক্ষকমণ্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।