আমাদের কথা খুঁজে নিন

   

ভালো মুভি দেখতে চাইলে এইখানে আসেন মুভি রেভিউঃ সিটি অফ গড (ব্রাজিল এর মুভি)

আমরা সাদারনত ব্রাজিল কে চিনে থাকি তার ফুটবল এর জন্য। কিন্তু ওই দেশে ফুটবল এর বাইরেও যে একটা জগত আছে তা এই ফিল্মে খুব সন্দর ভাবে উঠে আসছে। মুভি টি একটি কিশোর এর জীবনে হয়ে যাওয়া বিভিন্ন কাহিনী ও তার পারিপার্শ্বিক সময়ের উপর বানানো হয়েছে। এতে দেখান হয় যে ব্রাজিলের এক কাল জগৎ যার মুলে আছে কিছু কিশোর। যারা মাদক ব্যবসা করে ও নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য খুন করতে পিছপা হয় না।

মুভি টি দেখে মনে হতেই পারে ব্রাজিলে এ মানুষের জীবনের বুিঝ আসলে কোন দাম নেই। এক কিশোর গাং স্টার এর ভালবাসা, তার করুন পরিনতি, কিছু শিশুর প্রতিশোধ, দুই গ্যাং এর মাঝে রক্তের বন্যা, খুন, সেক্স, ড্রাগস,ডাকাতি, পুলিশএর ঘুষ কি নেই এই মুভি তে। টানটান উত্তেজনার এই মুভি এক নিশ্বােস গিলে ফেলা যায়। সাধারন কিশোর থেকে মুভিএর নায়ক এক জন ফটোগ্রাফেের কিভাবে বদলে যায় তার গল্প হচ্ছে সিটি অফ গড। মুভি টির গল্প বলার দরন আমার কাছে খুব ভাল লেগেছে।

আপনাদের সবার কাছেও যে ভাল লাগবে তা আমি নিশ্চিত। ও শেষে বলতে চাই মুভি টি সত্য কাহিনী উপর বানানো হয়েছে। আমার নিজের রেটিং ৯.০০ আর IMDB Rating 8.7 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.