আমাদের কথা খুঁজে নিন

   

'পতেঙ্গা সমুদ্র পাড়ে উপশহর গড়ে তোলা হবে'

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রপাড়ে নতুন উপশহর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মোশাররফ বলেন, করাচি ও দুবাইয়ের আদলে চট্টগ্রামে আমরা একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা করছি। উপশহরটিতে আবাসিক-বাণিজ্যিক এলাকার পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল-মোটেল গড়ে তোলা হবে। আউটার রিং রোড প্রকল্পের কাজ শেষ হলে এ লক্ষ্যে জমি অধিগ্রহণ শুরু হবেন।

চট্টগ্রাম আউটার রিং রোড প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। রোডটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।