আমাদের কথা খুঁজে নিন

   

হিট হতে চাওয়া পোস্টে শিরোনাম কি হতে পারে?

ফেসবুকে আমি https://www.facebook.com/LINCON04

একজন কৃষক মাসের পর মাস নিজের ক্ষেতকে উর্বর করে, ফসল ফলায় নিজের পরিবারের জন্য, নিজের অনাগত ভবিষ্যতের জন্য।
একজন চিকিৎসক রাত দিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
একজন ব্যবসায়ী মানুষের মাঝে পণ্য সহজলভ্য করে দেন।
ইত্যাদি, নানা পেশার মানুষ নানা ভাবে আমাদের জীবনযাত্রা সহজ ও সহজলভ্য করে যাচ্ছেন!

একজন ছাত্র নিজেকে প্রস্তুত করে তুলছেন কোনো একটি পেশাকে বেছে নেবার জন্য আরো অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে। পুঁথিগত, প্রথাগত বিদ্যায় পারদর্শী না হতে চেয়ে বংশানুক্রমিক দক্ষতায় কেউ কেউ স্বশিক্ষিত হয়েও পেশায় নিয়োজিত হয়ে মানুষের সেবা করে চলছেন অনেকে।


একজন কবি, সাহিত্যিক, শিল্পী নিজেদের প্রতিভা দিয়ে আমাদের মননে বিনোদন দিয়ে, ভাবনার খোরাক দিয়ে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যোগসুত্র তৈরি করে দিয়ে যাচ্ছেন।
একজন খেলোয়াড় আমাদের অবসর সময়ে বিনোদন দিয়ে যাচ্ছেন।

আপনি উপরের যেকোনো একটি পেশার মাধ্যমে অবদান রাখতে পারেন।
সেটি হতে পারে কায়িক শ্রমের মাধ্যমে, মনস্তাত্ত্বিক কিংবা নিজেকে একজন ছাত্র হিসেবে প্রস্তুত করার মাধ্যমে।

পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজটি সময়ের সাথে সাথে অর্থনীতির সাথে জড়িত।

এটি সেভাবেই নির্ধারিত হয়ে আসছে। তবে সমাজের মানুষের মানসিকতার বৈকল্যের কারণে শ্রমিকের সম্মান দেয়া না দেয়া নিয়ে নানা সময়ে নানা কথা উঠে আসে, আমি সেদিকে আলোকপাত করতে চাচ্ছিনা আপাততঃ ।

মোদ্দাকথা হচ্ছে, আপনি যেকোনো একটি পেশার সাথে নিজেকে যুক্ত করার মাধ্যমে একটি চেইনে ঢুকে গিয়ে সবার উপকার করে যেতে পারবেন অর্থাৎ দেশের সেবা করে যেতে পারবেন। আমি এর আগে একবার দেশপ্রেমের সংজ্ঞায় লিখেছিলাম,' অন্যের ক্ষতি না করে ঠিকঠাক ভাবে নিজের কাজ করে যাওয়ায় দেশপ্রেম!'

এখন যদি আপনি কিছু না করে বেকারত্ব কে আপনার পেশা হিসেবে বেছে নিয়ে শুধুমাত্র অবসর বিনোদন, আড্ডাবাজি কে প্রধান কর্ম হিসেবে নেন তাহলে পরিবারের বোঝা, এবং পরিবারের বোঝা হিসেবে সমাজের, এবং সমাজের বোঝা হবার কারণে দেশের বোঝা হয়ে দাঁড়াবেন।
আপনি আপনার কাজ ঠিক ঠিক ভাবে করে যাবার পর অবসরে খেলা দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, গান শুনতে পারেন অর্থাৎ আপনি যেটি করে মানসিক শান্তি পান সেটি করে যেতে পারেন।



সবকিছুর প্রয়োজনীয়তা আছে, এমনকি সেটি যদি খেলাও হয়।
কিন্তু আপনাকে বিরিয়ানি এবং সাদা ভাতের মধ্যে কোনটির আগে কি সেই প্রায়োরিটি বুঝতে পারতে হবে।
মানুষের ভিন্নতার কারনে চাহিদা ভিন্ন হবে এটা স্বাভাবিক; কিন্তু অজ্ঞতার কারণে যদি আপনি খেলাধুলা কে আপনার একমাত্র অবসর বিনোদনের লক্ষ্য বানিয়ে নেন তাহলে সেটি সামগ্রিক অবস্থা বিবেচনায় ক্ষতিকর।

খেলাধুলাও চলুক, সাথে চলুক বিজ্ঞান চর্চা, সাথে চলুক একটি কবিতা লিখা, সাথে চলুক টুংটাং গিটারে সুর তোলা, সাথে চলুক একটি গান লিখার কাজ, তবে সবকিছুর আগে নিজের প্রধান কাজ ঠিকঠিক ভাবে করে যাওয়ার পর। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।