আমাদের কথা খুঁজে নিন

   

চোখ ভুজে পড়ে থাকি যেন আমাকে আমি দেখতে না পাই। কেটে যাই মধ্য দুপুর রাত।

মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।

স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।

কোনো ব্যাঙের জীবন যেমন একটা আঁটসাঁট গর্তের মধ্যে সীমাবদ্ধ। আজ যে ছেলেটির পৃথিবীটা অসম্ভব রকম তাই। প্রিয় ও অপ্রিয় মানুষের সংখ্যা নেহায়ত কম। এক সময় যা অসম্ভব ভালবেসে অর্জিত তা ভালবাসার উল্টা পিঠে চলে।

সে কারণেই হয়তো প্রিয় আর অপ্রিয় মানুষদের মনে করতে তার কোন কষ্ট হয় না।

কি অদ্ভুত এই পৃথিবী! কি অবুঝ আমি! তবুও ভীষণ ভাবে বিশ্বাস করি, কাউকে ভালবাসলে, হৃদয়ের অতল তলে আপন করে নিলে, তাকে একদিন আসতেই হবে। তাই ভালোবেসে যাই।

কড়া নাড়ে পিছনে ফিরে যাওয়ার উত্তরের দরজায় কিন্তু দরজা চিরদিনেরই। কুশলের পর কত ইতিকথার সাগরে ডুবে যাই।

রাত শেষ হয় তবু সকাল আসে না অনর্গল বলে যায় কত ইতিকথা, তবুও শেষ হয়না।

একসময় তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমার বিদায়ী হাত নাড়া দেখে চোখ বড় করে আমার দিকে তাকায়। আমার কাঙালি চোখ যেন বারবার বলছে আমায় নিয়ে চল তোমাদের সাথে। চোখ ভুজে পড়ে থাকি যেন আমাকে আমি দেখতে না পাই।

কেটে যাই মধ্য দুপুর রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।