আমাদের কথা খুঁজে নিন

   

গুগল অ্যাডসেন্স পাচ্ছেন না কিংবা অ্যাডসেন্স এর পাশাপাশি আরও আয় করতে চান তাহলে চিটিকা আপনার জন্য

যে সকল ব্লগার তাদের ব্লগে গুগল এডসেন্স ব্যাবহার করতে পারছেন না,তারা এডসেন্স এর বিকল্প হিসাবে চিটিকা ব্যাবহার করতে পারেন।
গুগল এডসেন্স বিজ্ঞাপনের ক্ষেত্রে সবচেয়ে ভাল। তবে পাশাপাশি আরও বেশ কয়েকটি সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। যদিও এগুলোর ধারা গুগল থেকে সম্পূর্ণ ভিন্ন। চিটিকাও একটি স্বতন্ত্র ধারা।


চিটিকা দিয়েও আপনি আপনার ওয়েবসাইটে এড বসিয়ে আয় করতে পারেন।
বিস্তারিত জানতে এবং সেবাটি গ্রহণ করতে সাইন আপ করে দেখতে পারেন।
সবচে বড় কথা হলো, সাইন আপ করতে যেহেতু কোনো টাকা পয়সা লাগে না তাই গুগলের উপর নির্ভর না করে এখানেও চেষ্টা করে দেখতে পারেন।
প্রথম দিকে আপনার ইনকাম কম হলেও কয়েকদিন পর ভাল ফল পাবেন। তাছাড়া গুগল এডসেন্সের সাথে চিটিকা ইউজ করা যায়.চিটিকা্র সুবিধাঃ-
*তাদের এড তিন ধরনের টেক্সট,লিস্ট ও মোবাইল এড।


*চিটিকা এড সেটিংস থেকে মুলত টেক্সট/চিত্রভিত্তিক/টেক্সট ও চিত্রভিত্তিক তিনধরনের এড ব্যবহার করতে পারবেন। সাধারনত সিলভার মেম্বারদের জন্য টেক্ট এড বেশী দেখা যায়।
*চিটিকা টাকা দেয় ক্লিকপ্রতি অর্থাৎ ভিজিটর ক্লিক করলে টাকা পাবেন।
*চিটিকা দু-ধরনের মেম্বারশীপ হয়ে থাকে-সিলভার ও গোল্ড। আমেরিকার ভিজিটর বেশী হলে গোল্ড না হলে সিলভার।


*তাদের সদস্য হওয়া সবচেয়ে সোজা ওয়েবসাইট/ব্লগ ভালভাবে তৈরি করুন,আট-দশটি পোস্ট রাখুন এবং তাদের সাইটে গিয়ে আবেদন করুন দেখবেন ২৪ ঘন্টায় তারা আপনাকে জানাবে তারা আপনাকে এপ্রুভ করেছে কিনা?
*তারা টাকা পাঠায় পে-পল অথবা চেক এর মাধ্যমে। পে-পলে নিম্নে দশ ডলার হলে উত্তোলন করা যায় চেক এর মাধ্যমে ৫০$ হলে
*চিটিকা এবং এডসেন্স একই সাথে ব্যবহার করা যায়। কাজেই আপনার এডসেন্স থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন।
*চিটিকা মোবাইল এড চালু করেছে যার দৃষ্টান্ত খুবই কম। দিন যাচ্ছে মোবাইল ব্যবহারকারী বেড়েই চলেছে।


*তাদের এড সাইজ বিভিন্ন,এখানে পাবলিশাররা তাদের সুবিধামত এড সাইজ নির্বাচন করার সুবিধা পায়।
*চিটিকা আপনাকে দিচ্ছে রেফারেল আয়,তাই আপনার একসাথে দুই পাখি মারা হয়ে যাচ্ছে।
*তারা আপনার সাইটে সাথেসাথেই এড দেখাবে।
*আপনি নিজে নিজেই কোড ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ কোন ধরনের এড,কত সাইজের এড ইত্যাদি ইত্যাদি।
যদি আপনার ভালো মানের কন্টেন্ট এবং অনেক ভিজিটর থাকে তাহলে চিটিকা থেকে মাসে $১০০ - $ ১০০০ ইনকাম করা খুবই সম্ভব।

তাই আপনাকে বলছি অযথা সময় নষ্ট না করে আজকেই একটি চিটিকা একাউন্ট খুলুন এখান থেকে এবং ইনকাম শুরু করুন।
চিটিকা তে সাইন আপ করুনঃসাইন আপ
(আমার রেফারেল)
আমি আমার ব্লগ এ অ্যাডসেন্স এর পাশাপাশি চিটিকা ব্যবহার করি। ইচ্ছা হলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
ঠিকানা আমার ব্লগ
তথ্য সুত্রঃ প্রথম আলো ও অন্যান্য ব্লগ

সোর্স: http://www.techtunes.com.bd     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.