আমাদের কথা খুঁজে নিন

   

আজ নিশির জন্মদিন!

¤ রাষ্ট্রের বেলায় নয়,প্রেমের বেলায় স্বৈরাচার হও। -অখ্যাত লেখক আবিদুল ইসলাম রিমন

বাসায় ঢুকতে না ঢুকতে আমার ছোট্ট মেয়ে নিরি দৌড়ে এসে বললো; আব্বু আব্বু তুমি জানো,আম্মু কাঁদছে!

=মা,তোমার আম্মু কাঁদছে কেন? মুখে সামন্য চিন্তার আবহ রেখে বললাম ।

=আজ আম্মুর জন্ম দিন । সেই কবে থেকে কেক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে । কাঁদবে না বুঝি !

নিরির কথায় মনে পড়লো আজ নিশির জন্ম দিন ।

আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবনে ছোট খাটো একটা আনন্দের দিন বলা যায় । অতচ আমার একদম মনে নেই দিনটির কথা । তাছাড়া অফিসের যা কাজের চাপ, মনে থাকার ও কথা না ।

=কী ভাবছো আব্বু ?

=কিছু না মা!তুমি এখন ঘুমিয়ে পড়ো । কাল তোমার স্কুল আছে ।



=ঠিক আছে আব্বু ।

নিরি আমার একমাত্র মেয়ে । বয়স ছয় । ভীষণ চটপটে । ঠিক ওর মায়ের মতো ।



দরজার আড়াল থেকে দেখলাম নিশি বেডে বসে কাঁদছে । ফর্সা মুখটা বেশ ফোলা ফোলা হয়ে গেছে । দেখে খুব মন খারাপ হলো । আসলে ভাগ্য ওর খারপ । যে ভালোবাসার টানে ও আমার ঘরে এলো সেই ভালোবাসা দেয়া তো দূরের কথা; আজ কাল ওকে ঠিক মতো সময় দিতে পারি না ।

কী নির্মম আমি!কী নির্মম বাস্তবতা!

যাই হোক আপাততো আমার মিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা । অবশ্য এই রকম পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেটা আমার ঢের ভালো জানা আছে । কারণ জীবনে প্রায় সাত বার এই রকম পরিস্থিতি পড়েছি । এবং নিজে গুণে প্রতিবার পরিস্থিতি অনুকূলে এনেছি । সে জন্য এই বিষয়ে অভিজ্ঞতার অন্ত নেই ।





রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে নিশিকে বললাম;নিশু বিরাট একটা সমস্যায় পড়ছি!


=আমার কোন জন্মদিনে তুমি সমস্যায় পড়ো নি,শুনি? বেশ রেগে জবাব দিলো নিশি ।

=আরে বাবা, সমস্যার কথাটা আগে শোন!

=ঠিক আছে বলো!


=অনেক ট্রাই করে বুকের ভীতর থেকে হার্ট টা বের করতে পারলাম না!

=হঠাৎ হার্ট বের করতে গেলা ক্যান?তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ, সেটা খেয়াল আছে!

=না মানে আজ তো তোমার জন্ম দিন । ভাবলাম আমার হার্ট টা বের করে তোমাকে গিফট দিয়ে দেই । বুঝো তো,একটাই বউ আমার ।

শেষ বাক্য টা শেষ করতে না করতে নিশি বেড থেকে উঠে এসে আমার শার্টের কলারে এক হাত চেপে ধরে অন্য হাত দিয়ে কিল-থাপ্পর শুরু করলো ।

একসম ক্লান্ত ও হলো!পরিশেষে পরম মমতায় আমার বুকে ও মুখ গুঁজে দিলো । আমি স্পষ্ট বুঝতে পারলাম, কাজল হীন চোখময়ী নিশুর চোখের নোনা জলে আমার বুক ভেসে যাচ্ছে । আচ্ছা! এতো ভালোবাসা নিয়ে আমি দাঁড়াবো কী করে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।