আমাদের কথা খুঁজে নিন

   

তবুও অন্যরকম

নেতিয়ে ঘুমিয়ে যায়,
অনবদ্য দুরন্ত মন তবু;
ক্লান্ত এ শরীর শুধু থেতলে পরে রয়।
গুছিয়ে নেব বলে ভাবে-
কিন্তু সাজে অনেক রঙে!
কোন সাজেতে সুন্দর তবু,
নিজেই চেয়ে শুধু ভাবে।

অন্য সাজে অন্ন দ্বারে,
পাণি বাড়াই পাই নয়ন পানি-
তবুও পাইনি তারে।
আর পারছে না এ দেহ,
বুঝছে না তো কেহ!
অন্যরকম সাজে,
তবুও বেরোয় অনেকে সাঁঝে-
বীণার বীণ দূর থেকেও
এ কানে এসে বাজে।
আমি আজ অন্যরকম সাঁঝে!

উষ্ণ দুপুরেও চাদর মুড়ি,
যা ভাবার তা দূরে ফেলি;
আজি মন ভারি ক্লান্ত-
অন্যভাবে অন্যধারে
বিষণ্ণ মন বিশশুষে বিশদধারে।
তাইতো আমি আজি
অন্যরকম সাজে।
........................... হোসেন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।