আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার দ্বন্দ্বের মুখে ইউক্রেইন-রাশিয়া

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যেই ছোট মাত্রার কিছু আক্রমণের শিকার হয়েছে ইউক্রেইনের সামাজিক মাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার সাইট।
ইউক্রেইনের যোগাযোগ ব্যবস্থাকে টার্গেট করার বিষয়টি মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে দেশটির নিরাপত্তা প্রধান ভ্যালেটিন নালিভাইচেকো জানিয়েছেন, টানা দু’দিন দেশটির সংসদ সদস্যদের ফোনে বাঁধা সৃষ্টির বিষয়ে তিনি নিশ্চিত। রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বলেই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে দুটি দেশেই রয়েছে দেশপ্রেম উদ্বুদ্ধ অভ্যন্তরীন হ্যাকার গ্রুপ। ইউক্রেইনের অভ্যন্তরীন এ ধরণেরই একটি হ্যাকিং গ্রুপ ‘সাইবার-বারকুট’ রাশিয়া-ইউক্রেইন দ্বন্দ্ব শুরু হবার পর থেকে আক্রমণ চালিয়েছে এমন ৪০টি রাশিয়ান সাইটের তালিকা প্রকাশ করেছে। ইউক্রেইনের হ্যাকারদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রাক্তন সদস্য ও রেড ব্রাঞ্চ কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা পল রোসেনজউইগ জানিয়েছেন, ইউক্রেনিয়ান হ্যাকাররা ‘দক্ষ এবং সক্রিয়’। এ ছাড়াও তিনি রাশিয়ার হ্যাকিং গ্রুপ প্রসঙ্গে মন্তব্য করেছেন, রাশিয়া যদি তাদের সাইবার যুদ্ধে অভ্যন্তরীন হ্যাকারদের ব্যবহার করে তবে সম্পূর্ণ বিষয়টিই অনেক জটিল আকার ধারণ করতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.