আমাদের কথা খুঁজে নিন

   

২৩৯ যাত্রী-ক্রুসহ মালয়শীয় বিমান নিখোঁজ

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। মালয়শিয়ার স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৪০ মিনিট থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, বোয়িং বি৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি দিয়ে এমএইচ২৭০ ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪১ মিনিটে এটি বেইজিংয়ের উদ্দেশে উড়ে যায়। বেইজিংয়ের স্থানীয় সময় সাড়ে ৬টায় অবতরণ করার কথা। 

তবে রাত ২টা ৪০ মিনিটের পর উড়োজাহাজটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল।

যাত্রীদের মধ্যে ১৩ দেশের নাগরিক রয়েছেন।

উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে ওই বিবৃতিতে বলা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।