আমাদের কথা খুঁজে নিন

   

ফের সুড়ঙ্গ কেটে ব্যাংকের টাকা লুট

আদমদীঘি থানার ওসি নুজরুল ইসলাম জানান, আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের পিছনের বিপ্লব ফার্নিচার নামের দোকান থেকে সুড়ঙ্গ তৈরি করে টাকা লুটের এই ঘটনা ঘটেছে।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শামছউদ্দিন জানান, বৃহস্পতিবারে ব্যাংক বন্ধ করে তিনি চলে যান। শনিবার বিকাল ৪টায় কাজের জন্য ব্যাংক খোলা হলে তিনি ভল্ট ভাঙা দেখতে পান। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের প্রহরী ও বিপ্লব ফার্নিচারের মালিক-কর্মচারীসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-ব্যাংকের প্রহরী মিলন (২৪), পূর্ণ চন্দ্র (২২), ব্যাংকের পাশের ফার্ণিচার ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার কর্মচারী।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈম ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বলে ওসি জানিয়েছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।