আমাদের কথা খুঁজে নিন

   

খুলনা মেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার

খুলনার নূরনগরে অবস্থিত গণপূর্ত বিভাগের আবাসিক কোয়ার্টার থেকে খুলনা মেডিকেল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে এমদাদুল হক শিপন (২৫) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত শিপন মাগুরা জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের আবু বক্কারের ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে লিফট অপারেটরের কাজ করতেন।

সোনাডাঙ্গা থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, নিহতের বুকে ক্ষত চিহ্নসহ হাত ও পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ থেকে গন্ধ ছাড়াচ্ছিলে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনও এক সময় শিপনকে খুন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের সাথে পরিচিত কেউ জড়িত।

হত্যার আগে ওই ঘরে একাধিক ব্যক্তির খাবার খাওয়ার আলামত পাওয়া গেছে। খুনের পর শিপনের লাশ লেপ দিয়ে ঢেকে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

জানা যায়, শিপন তার মামা আবু বক্কারের পরিবারের সঙ্গে গণপূর্ত বিভাগের কোয়ার্টারে থাকতেন। আবু বক্কার গণপূর্ত বিভাগের উপ-সহকারী হিসেবে কর্মরত। তিনি দু'দিন আগে স্বপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.