আমাদের কথা খুঁজে নিন

   

শফী হুজুরের তেতুল তত্ত্ব নিয়ে একদল বিজ্ঞানি যা বললেন।

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

শফী হুজুর নারী বিষয়ক তেতুল তত্ত্ব হাজির করার কিছু দিন পর, ইউরোপের একদল গবেষক আবিষ্কার করলেন নারী দেখলে সত্যিই পুরুষের লালা ঝড়ে। শফী হুজুরের তেতুল তত্ত্ব নিয়ে বুর্জোয়া মিড়িয়াগুলো ব্যাপক হৈ চৈই করলেও সেই বেয়াক্কেল গবেষকদের প্রশ্নে মিড়িয়া ছিল একদম নীরব। গবেষকদের বেয়াক্কেল বলছি এই কারণে: সমাজ বিচ্ছিন্ন যে কোন গবেষণাই বিকৃত তথ্য হাজির করে।যে সমাজে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়, সেই সমাজে নারি দেখলে পুরুষের লালা ঝড়বে এটাইতো স্বাভাবিক! আর বুর্জোয়া মিড়িয়ার নীরবতার কারণ? ওই যে, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসার সম্ভবনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।