আমাদের কথা খুঁজে নিন

   

আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ৮৮.৮ এফএম টিউন করুন (শুধুমাত্র বৃহত্তর সিলেটী ব্লগারদের জন্য)

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! হ্যালো কৃষক বন্ধুরা ও ব্লগার বৃন্দ কৃষি বিষয়ক তথ্য, সমস্যা-সমাধান ছাড়াও মজার মজার আয়োজন দিয়ে ভরপুর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী দ্বারা পরিচালিত বাংলাদেশ বেতারে ৮৮.৮এফএম এ প্রচারিত অনুষ্ঠানের নাম মৃত্তিকা। আজ ও আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আমাদের কৃষক বন্ধু ও কৃষি প্রেমী ভাই-বোন এবং বাংলাদেশ বেতারের সিলেট অঞ্চলের নিয়মিত শ্রোতাদের জন্য। বিজয়ের মাসে আমরা এ অনুষ্ঠানটি উৎসর্গ করছি ১৯৭১ সালে নিহত সকল কৃষক মুক্তিযুদ্ধাদের। মৃত্তিকা অনুষ্ঠান উপস্থাপনায় থাকব আমি ফয়সাল এবং আমার বন্ধু সুস্মিতা। থাকবে কৃষি সংবাদ।

সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কৃষি বিষয়ক তথ্যবহুল খবর গুলো মজা করে শোনাবে আমাদের দেবর ভাবি। শিল্পী জহির রায়হান পান সুপারী আর শ্বশুর বাড়ি নিয়ে নাকি গলায় লোকসুর তোলবে মাটির গুনাগুন ও গাছের পুষ্টির উপর বিভিন্ন সারের প্রভাব সম্পর্কে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রন জানফাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহাদাত হোসাইন স্যার কে। থাকবে নিয়মিত ধারাবাহিক নাটিকা- থাকব সুখে বার মাস । এই শীতে সিলেট সহ বাংলাদেশের পোল্ট্রি শিল্পে একটি আতঙ্কের নাম বার্ড ফ্লু। বার্ড ফ্লু বিষয়ক সচেতনতা নিয়ে থাকবে এবারের নাটিকা।

নাটিকাটিতে কন্ঠ দিবেন- কৃষি কর্মকর্তা চরিত্রে-আরিফুল এহসান রৌদ্র জালালের বাপ চরিত্রে- আরিফুর রহমান জালালের মা চরিত্রে- আশরাফী পাপড়ি জালালের দাদা চরিত্রে- শাহেদ তপাদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচরী ভাই নূরেআলম তপু শোনাবে একটি মুর্শিদী গান। তিনি গাইবেন- “আমার মন মজাইয়ারে মুর্শিদ নিজের দেশে যাও। ” সিলেটী কৃষক সহ সারাদেশে, ভেজাল সার একটি অভিশাপের নাম, ভেজাল সার চেনার পদ্ধতি নিয়ে আসবে গৌতম পাল - আমরা আপনাদের কাছ থেকে অনুরোধ বা মৃত্তিকা অনুষ্ঠানে প্রশ্ন কিংবা চাওয়া পাওয়া বিষয়ক মতামত চেয়েছিলাম । মোবাইলে এসএমএস, চিঠি এবং ফেইসবুকে অনেক সাড়া পেয়েছি আমরা। সেখান থেকে বাছাইকৃত প্রশ্ন ও মতামত নিয়ে আসবে ফাতেমা তুজ জোহরা দিয়া এবং গোলাম জিলানী।

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ বাংলাদেশ তাদের প্রতি রইল মৃত্তিকা পরিবারের পক্ষ থেকে সালাম ও শ্রদ্ধা। দেশ মাতৃকার প্রতি সম্মান জানিয়ে সবশেষে থাকবে দেশের গান। আর এ গানটি গাইবে কুলসুমা আক্তার রূবি। প্রিয় সিলেটী ব্লগার রা সন্ধ্যা ৬টা ৫মিনিটে ৮৮.৮ এফএম ছাড়তে ভুলবেন না যেন !! মতামত জানাতে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।