আমাদের কথা খুঁজে নিন

   

।।।যারা মেয়েদের প্রতি বিরক্ত শুধুমাত্র তাদের জন্য।।। সাময়িক ক্ষেত্রে মেয়েদের পক্ষে

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান। ২-৩ দিন ধরে খুব মজার একটা গান শুনছি। ইদানিং যুগের ছেলেমেয়েদের ভালোবাসার সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। হয়তো এই গানটি আগে অনেকেই শুনে থাকবেন কিন্তু পুরাতন এই গান আমার কাছে নতুন। চমৎকার এই গানের লিরিক্স এবং mp3 ডাউনলোড লিঙ্ক দেয়া হল। লিরিক্স এবং গান না শুনলে পস্তাইবেন। গানের লিরিক্সঃ ভালো যদি নাই বা বাসিস তবে কেনো কাছে আসিস ভালোবাসার প্যাঁচ খেলাতে মিছে কেনো আমায় বাঁধিস? নিজের চলন করে বাঁকা অভিনয়ে তুই সে পাকা, হর-হামেশা করিস বসে আমার পকেট ফাঁকা... ভালোবাসার কচ-কচানী ভাল লাগে না আর তোরে নিয়া স্বপ্ন দেখার পরসে ঠেকা কার?..........(২) বিনিময়ে ছুঁইতে গেলে ঝাড়ু-ঝাটা সবই মেলে, তবু তোরে উজাড় করে দিলাম সবই বুঝলে অমন মারবি ফাঁকি সুখের এমন স্বপ্ন আঁকি, অত সোহাগ আদঁর দিয়ে ময়না-টিয়া পাখি ডাকি, নিজের চলন করে বাঁকা অভিনয়ে তুই সে পাকা, হর-হামেশা করিস বসে আমার পকেট ফাঁকা... ভালোবাসার কচ-কচানী ভাল লাগে না আর তোরে নিয়া স্বপ্ন দেখার পরসে ঠেকা কার? ......(২) ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?9yddjn9ranq55qj লিঙ্ক সঠিক, পরীক্ষিত।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.