আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে এবং কক্সবাজারে অফিশিয়াল ইল্যান্স ওয়ার্কশপ!

জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স এবার আসছে চট্টগ্রাম এবং কক্সবাজারে! বিভিন্ন বিষয়ে দক্ষ এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য আগামী ১৪ মার্চ থেকে চট্টগ্রামে এবং ১৫ মার্চ কক্সবাজারে ইল্যান্সের পক্ষ আয়োজন করা হবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক দুটি ওয়ার্কশপ। ২ ঘণ্টা ব্যাপী প্রতিটি ওয়ার্কশপে মূলত ইল্যান্স ভিত্তিক ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
ইল্যান্সের এই ওয়ার্কশপগুলো পরিচালনা করবেন ইল্যান্স ডট কমের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। এছাড়া এই ওয়ার্কশপগুলোর আয়োজনে চট্টগ্রামে সর্বাত্মক সহযোগিতা করছে টিম স্কিপার, ইসলামাবাদ রোটারি ক্লাব, এবং কক্সবাজারে সর্বাত্মক সহযোগিতা করছে কক্সবাজার অনলাইন প্রফেশনালস কমিউনিটি।

ওয়ার্কশপে যা যা দেখানো করা হবে:
- ফ্রিল্যান্সিং কি, কাদের জন্য, কিভাবে শুরু করবেন
- কি কি কাজ পাওয়া যায়
- মার্কেটপ্লেস পরিচিতি: ইল্যান্স (www.elance.com)
- ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে কিছু এক্সক্লুসিভ টিপস অ্যান্ড গাইডলাইন
- সফল কয়েকজন ফ্রিল্যান্সারের গল্প
- এবং ইল্যান্সের কিছু রুল এবং পলিসি নিয়ে আলোচনা
------------------------------------------------------------------------------
ওয়ার্কশপের স্থান এবং সময় / তারিখ:
------------------------------------------------------------------------------
► চট্টগ্রাম – তারিখ: ১৪ মার্চ, ২০১৪ (শুক্রবার) ◄
সময়: বিকেল ৩:৩০ – ৫:৩০
স্থান: চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU),
ক্যাম্পাস ৩ অডিটোরিয়াম (প্রেস ক্লাবের উপরে),
জামাল খান রোড, চট্টগ্রাম – ৪০০০।
ওয়েবসাইট: http://www.ciu.edu.bd/
► কক্সবাজার – তারিখ: ১৫ মার্চ, ২০১৪ (শনিবার) ◄
সময়: দুপুর ১২:০০ – ২:০০
স্থান: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
ডাইন্যামিক কক্স কিংডম, কলাতলি মোড়, কক্সবাজার – ৪৭০০।
ওয়েবসাইট: http://www.cbiu.ac.bd/
------------------------------------------------------------------------------
ইল্যান্সের এই আয়োজনে অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন করার দরকার নেই। তবে আপনার সিট নিশ্চিত করতে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে ভেনুতে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
------------------------------------------------------------------------------
Facebook Event Link : https://www.facebook.com/events/723177077713432/

সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.