আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের প্রশ্নে কোনো আপস নেই

সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের প্রশ্নে কোনো আপস নেই। ভদ্রলোকের মুখোশ পরে দুর্নীতি ও সন্ত্রাসের পক্ষে যারা অবস্থান নেবেন, গণপ্রতিরোধের মুখে তারা ইতিহাসের অাঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসে বাড়াবাড়ি করলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে। বিশ্বম্ভরপুর উপজেলার প্রেসক্লাব মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত বিশাল গণসংবর্ধনায় গতকাল তিনি এসব কথা বলেন। এ সময় এমপি উপস্থিত জনতাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ার প্রস্তুতির আহ্বান জানান।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান মাস্টারের সভাপতিত্বে গণসংবর্ধনায় পীর মিসবাহ আরও বলেন, '২০ বছরের আইন পেশায় কোনো দিন দুর্নীতির সঙ্গে আপস করিনি। আল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি এটাকে ইবাদত বলে মনে করি। জনগণের সম্পদ লুটপাট করে ঢাকা বা লন্ডনে প্রাসাদ করার খায়েশ আমার নেই। ' গণসংবর্ধনায় আরও বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আলী খোশনূর, সদর উপজেলা জাপা আহ্বায়ক আবদুর রশীদ, জাপা নেতা গোলাম মোস্তফা মাস্টার প্রমুখ।

এর আগে সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভরপুর আসার পথে ভাদেরটেক, পলাশ উচ্চ বিদ্যালয়, পলাশ ইউনিয়ন পরিষদ, হাজেরা-মুসলিম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কারেন্টের বাজার জামে মসজিদ কমিটির পক্ষে তার সৌজন্যে পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এমপি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.