আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি psd to html টিউটোরিয়াল সহ অন্যান্য আরো কিছু টিউটোরিয়াল সবার জন্য।ডিলেট হবার আগে নামাতে চেষ্টা করুন

সবাইকে সালাম ও শুভেচ্ছা। গত কিছু টিউনে বেশ কিছু টিউটোরিয়াল শেয়ার করেছি  যাতে হয়ত উপকৃত হয়েছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় আজকের এই টিউনটি যাতে শেয়ার করা হলো আরো  ৬টি টিউটোরিয়াল। সংগত কারনেই টিউটোরিয়ালগুলোর সাইজ একটু বেশী হয়। তারপরেও বলি winrar দিয়ে যখন কম্প্রেসড করি তখন মূল সাইজের চেয়েও ২/১ শ মেগাবাইট কমে আসে।

মান বজায় রেখে সঠিক জিনিসটি সঠিক ভাবে আপনাদের হাতে তুলে দেয়াই আমার মূল উদ্দেশ্য।
আজ মূলত ৩ টি infiniti skillis এবং ৩ টি tuts+  টিউটোরিয়াল শেয়ার করা হয়েছে। tuts+ এর টিউটোরিয়ালগুলি পিএসডি টু এইচটিএমএল সম্পর্কিত। মনে হয় যারা পিএসডি টু এইচটিএমএল শিখছেন তাদের কিছুটা হলেও কাজে লাগবে। আমি কথা বাড়াবো না।

সরাসরি চলে যাচ্ছি টিউনের মূল পর্বে মানে শেয়ারে।

এমন কিছু টিউটোরিয়াল আছে যা lynda.com এ খুঁজে পাইনা কিংবা lynda তে নেইই। তাই বলে তো আমাদের বাকিকাজ বন্ধ থাকবে না। সেকারনেই আমার এই শেয়ার। যারা এই টিউটোরিয়ালটি সম্পর্কে ডাউনলোডের পূর্বেই সবকিছু জেনে নিতেচান তারা নিশ্চিন্তে এখানে ক্লিক করুন।

এবার যদি আপনি মনে করে থাকেন টিউটোরিয়ালটি আপনার দরকার তবে নামিয়ে নিতে পারেন ২৩৫১ মেগাবাইটের এই টিউটোরিয়ালটি যা ৩ পার্টে আপলোড করা হয়েছে firedrive.com এ । প্রথম ২টি পার্ট ৮০০ মেগাবাইট এবং শেষেরটি ৭৫১ মেগাবাইট।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৩টি নামানো হলে এক্সট্রাক্ট করুন এবং বুঝে নিন আপনার কাংখিত টিউটোরিয়ালটি।
আর চেখে দেখতে ইউটিউবের সাহায্য নিতে পারেন।


যদি মনে করে থাকেন টিউটোরিয়ালটি আপনার দরকার তবে এখানে ক্লিক করে জেনে নিন বিস্তারীত।

এরপর যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন নামাবেন তবে দেরী না করে নামিয়ে ফেলুন মাত্র ৮০৯ মেগাবাইটের এই টিউটোরিয়ালটি একক লিঙ্ক থেকে।
ডাউনলোড
কোন কিছুই করতে হবে না ডাইরেক্ট ক্লিক এবং টিউটোরিয়াল।
চেখে দেখার জন্য ইউটিউব লিঙ্ক


আপনি যদি মনে করে থাকেন টিউটোরিয়ালটি আপনার দরকার তবে এখানে ক্লিক করে আগে জেনে নিন সবকিছু। হ্যাঁ জেনেছেন এবং এবার যদি মনে করেন আপনি টিউটোরিয়ালটি নামাবেন তাহলে নামিয়ে নিতে পারেন ৬৮৯ মেগাবাইটের এই টিউটোরিয়ালটি একক লিঙ্ক থেকে। শুরু হোক ডাউনলোড
ডাউনলোড
ডাউনলোড শেষ হলে টিউটোরিয়াল দেখে দেখে  এপস তৈরী করুন যাতে আমরা বাংলা ভাষাভাষিরা সেই এপস থেকে উপকৃত হই।


চেখে দেখার জন্য ইউটিউব লিঙ্ক


আমি জানি কিছুদিন আগে মানে ৩১শে ডিসেম্বর পর্যন্ত tuts+ এর প্রিমিয়াম একাউন্ট সবার জন্য উম্মুক্ত ছিলো। যার যেটা দরকার ছিলো তা নামিয়ে নিয়েছেন হয়ত। তারপরেও শেয়ার করলাম যদি কারো দরকার হয়ে থাকে। এই টিউটোরিয়ালটি সম্পর্কে জানতে প্রথমে এখানে ক্লিক করুন। এরপর যদি মনে করে থাকেন নামানো উচিত তবে নামিয়ে নিন ১৯০৭ মেগাবাইটের এই টিউটোরিয়ালটি।

প্রথম ২ পার্ট ৭০০ মেগাবাইট করে এবং শেষেরটি ৫০৭ মেগাবাইট।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
ডাউনলোড শেষ হলে এক্সট্রাক্ট করুন এবং বুঝে নিন আপনার মূল্যবান টিউটোরিয়ালটি।
চেখে দেখার জন্য ইউটিউব লিঙ্ক


এই টিউটোরিয়ালটি সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন। এবার যদি আপনি মনে করে থাকেন টিউটোরিয়ালটি আপনার দরকার তবে নামিয়ে নিন ১৫২৩ মেগাবাইটের এই টিউটোরিয়ালটি যা ২ পার্টে আপলোড করা হয়েছে। প্রথম পার্ট ৮৫০ এবং পরেরটি ৬৭৩ মেগাবাইট।


পার্ট ১
পার্ট ২
নামানো হয়ে থাকলে এক্সট্রাক্ট করার পর বুঝে নিন টিউটোরিয়ালটি।
চেখে দেখার জন্য ইউটিউব লিঙ্ক


বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এবার যদি মনে করে থাকেন টিউটোরিয়ালটি দরকার তবে নামিয়ে নিন ২৬১৩ মেগাবাইটের এই দূর্লভ টিউটোরিয়ালটি যা ৪ পার্টে আপলোড করা হয়েছে। প্রথম ৩ পার্ট ৭০০ এবং শেষেরটি ৫১৩ মেগাবাইট। তাহলে শুরু হোক ডাউনলোড।


পার্ট ১
পার্ট ২
পার্ট৩
পার্ট ৪
ডাউনলোডের পর ৪ পার্ট জোড়া লাগিয়ে বুঝে নিন আপনার টিউটোরিয়ালটি।
চেখে দেখার জন্য ইউটিউব লিঙ্ক

*** প্রতিটি ভিডিও পরীক্ষা করে তারপর আপলোড করা হয়েছে। একাধীক ফাইল এক্সট্রাক্ট করতে গিয়ে কারো কোন সমস্যা হলে টিউনার দায়ী থাকবে না। যে পার্ট সমস্যা করছে সেটি পুনরায় ডাউনলোড করুন।
*** আপলোড করতে গিয়ে কোন লিঙ্ক যদি উলটা পালটা হয়ে থাকে তবে মন্তব্যের মাধ্যমে জানাতে অনুরোধ করছি।

সাথে সাথে হয়ত ঠিক করতে পারবো না তবেকয়েক ঘন্টার মধ্যে তা ঠিক করে দেবো বলে আশা করছি।
*** ডাউনলোডের আগে দেখে নিন লিঙ্ক ঠিক আছে কি না। মানে দেখা গেলো আপনি যেটা ডাউনলোড করছেন কিন্তু আমি সেখানে ভুলে অন্য কিছুর লিঙ্ক দিয়ে ফেলেছি আর তাই ডাউনলোডের পূর্বে ভালো করে পড়ে নিন কি ডাউনলোড করছেন। অনেক লিঙ্ক যোগ করা হয়েছে। এরমধ্যে এক আধটা ভুল হতেই পারে।


*** কোন কারনে firedrive ফাইলগুলো ডিলেট করে দিলে পুনরায় আপলোডে অপরাগতা প্রকাশ করছি।
আজ বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে কথা দিয়ে গেলাম ||| আল্লাহ হাফেজ |||

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।