আমাদের কথা খুঁজে নিন

   

দীপিকা-রনবীর নয়, রামলীলায় এবার মমতা-আন্না

জাতীয় রজনীতিতে দলের প্রভাব বিস্তারের লক্ষ্যে এবার দিল্লিতে পা দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগামীকাল বুধবার ভোর থেকেই দিল্লিতে জোর প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূূল কংগেস। আর এ প্রচারে মমতার পাশে দেখা যাবে গান্ধীবাদী তখা দুর্নীতি বিরোধী নেতা আন্না হাজারেকে।

সকাল দশটায় দিল্লির রামলীলা ময়দানে একইমঞ্চে দেখা যাবে মমতা-আন্নাকে। সভার মূল বক্তাই থাকছেন আন্না হাজারে।

জনসভায় দিল্লির সাত লোকসভা কেন্দ্র সহ উত্তর ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে পারে। তাই মমতা-আন্নার এই সভাকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি।

এরইমধ্যে দিল্লি জুড়ে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে মমতা-আন্নার ছবি। কোথাও বলা হচ্ছে ‘আন্নাকা বিশ্বাস, মমতাকে সাথ’। যার মানে মমতার প্রতি আন্না তাঁর বিশ্বাস রেখেছেন।

আবার কোথাও বলা হচ্ছে ‘দেশ কা হর ক্ষেত্র সে চুনাও লড়েঙ্গে হাম' অর্থাৎ দেশের সব জায়গা থেকে আমরা ভোটে লড়ব। এছাড়াও রামলীলা ময়দানে মমতা ও আন্না’র জনসভাতে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে সবাইকে।

রামলীলা ছাড়াও গুজরাট, হরিয়ানার কুরুক্ষেত্র এবং লখনউতে জনসভা করার কথা আছে মমতার। কিন্তু এসব রাজ্যে তৃণমূলের নিজস্ব সংগঠন নেই। সেক্ষেত্রে হিন্দি বলয়ের এই সব এলাকায় ভোটারদের কাছে পৌঁছতে মমতার ভরসা দুইজন।

আন্না হাজারে ও মিঠুন চক্রবর্তী।   দিল্লি এবং সংলগ্ন এলাকায় আন্নার সংগঠন ও দলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তায় ভর করেই ভোট বৈতরণী পার হওয়ার কৌশল নিয়েছেন মমতার তৃণমূল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।