আমাদের কথা খুঁজে নিন

   

মুনমুন-রাইমাকে নিয়ে রামলীলা মিশনে মমতা

মুনমুন সেন আর রাইমা সেনকে বগলদাবা করে মঙ্গলবার দুপুরে দিল্লির পথে রওনা হন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে দলের শীর্ষ নেতারা। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর দেখা হয়ে গেল হায়দরাবাদ ফিরতি দেবের সঙ্গেও। আগামীকাল বুধবার দিল্লির রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নিপরীক্ষা। দিল্লি জয়ের লক্ষ্যে আন্নাকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠবেন মূখ্যমন্ত্রী।

পাশে থাকবেন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ুয়া এসব চলচ্চিত্র তারকারাও।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বললেন, ‘রাজনীতি পৃথিবীর বাইরের কোনো বিষয় নয়। দেব-সন্ধ্যাদি-ইন্দ্রনীল-সৌমিত্র সবাই জিতবে। দেবের মতো যুব প্রজন্ম রাজনীতিতে এলে নতুনরা উজ্জীবিত হবে। কাজ করতে করতে জানতে হবে, অভিজ্ঞতা বাড়াতে হবে।

জনতার দরবার থেকে অভিজ্ঞতা লাভ করুক। '

অভিনেতা দেবের মতে, তরুণ প্রজন্ম ভোট, রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। তাই তাদের অনুপ্রেরনা দিতে এগিয়ে আসতে তবে তরুনদের কাউকে। সরকার কি করছে, কতটা কাজ হচ্ছে তা জানা দরকার।

বুধবার মমতার সমাবেশ উপলক্ষে সাজ সাজ রব রামলীলা ময়দানে৷ পনেরো হাজার চেয়ার পাতা হয়ে গেছে।

মূল মঞ্চ তৈরির কাজ চলছে৷ আন্না হাজারের পুরো সংগঠন কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে৷ দু’টি মঞ্চ তৈরি করা হবে বুধবারের সভার জন্য৷ মূল মঞ্চে থাকবেন মমতা ও আন্না৷ নিচের অন্য মঞ্চটিতে অন্য নেতারা৷ একই সঙ্গে চলছে দিল্লির সাতটি আসনসহ দেশের একাধিক রাজ্যে আণ্ণা সমর্থিত তৃণমূল প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ। সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী ও কর্মীদের যে টুপিটি দেওয়া হবে, তাতে লেখা থাকবে ‘ম্যায় হু আন্না’। কিন্তু হাতে যে পতাকাটি দেয়া হবে, সেখানে থাকবে ঘাসফুলের ছবি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানবন্দরে যাওয়ার রাস্তা পরিবর্তন করা হয়। পার্কসার্কাসে পথ অবরোধের জন্য মুখ্যমন্ত্রীর কনভয় রাসবিহারী, রুবি হয়ে দমদম বিমানবন্দরে পৌঁছায়।

– ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।