আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাকে জ্বালাতন ।



অনাবিল দিয়ে আপার বাসা থেকে বাসায় ফিরছি। গাড়ি তে উঠে দেখি এক ছেলে বর সেজে কোথাও যাচ্ছে। সে আবার বসেছে মহিলা সিটে। তার সাজসজ্জার বর্ননা দিতে মন চাইলো তাই বসে বসে এই দুষ্টামি টা করলাম। ।



বর চলেছে,বর
লাল জামা গায়,সুনালী জরির কাজ তায়।
জামা জুড়ে ভালবাসা, রংগিন স্বপ্ন আশা।
পুতি আছে ভুরি ভুরি , পাথরের ছরাছরি।
বাদামী কলার আর কাফ তাতে, রংগে সবাই মাতে।
আছে লাল পাজামা, কালো মোজা পায়।


কাগজের নাগরা পায়, নারী এক বসে আছে তার বায়।
চোখে আছে স্বপ্ন, গ্লাসে বন্দি।
মাথা ভরা দুষ্টুমি, আর নিত্ব নতুন ফন্দি।
গলায় উড়নিও আছে লালে লাল,দেখে মনে হয় পাকা মরিচ,ভিষম ঝাল।
অনাবিলে যাচ্ছে বর, বাধবে নতুন ঘর।


বর চলেছে বর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.