আমাদের কথা খুঁজে নিন

   

... সমান্তরাল !

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! নিলয়-রীধি রেললাইনে হাত ধরে হাটছে। এই এই ! হাত ছেড়ো না, পড়ে যাবো তো। ' নিলয়, হা হা করে হাঁসতে লাগল। যেন অনেক মজা পেয়েছে শুনে। অবশ্য রীধি প্রায় পড়েই যাচ্ছিল।

নিলয় বলল, না পড়বে না। আমি আছি না, ধরে ফেলব। আচ্ছা, ধরো আমি যদি না থাকি, তুমি কি একা কখনো এখানে হাটতে আসবে ? : না, এমন সন্ধ্যা বেলা একা একা আমি কখনো রেললাইনে হাটতে আসব না। আমার রেললাইনে হাটতে ভাল লাগে না। ' : একটু আগেই তো বললে, তোমার অসাধারণ লাগছে ! : সে তুমি আছো বলে, বলছি।

: ও তাই বুঝি ? : হুম। তোমার সাথে হেটে হেটে আমি এই লাইনের শেষ পর্যন্ত যেতে পারবো। : কেন, আমাকে ভালবাসো বলে ? মিষ্টি করে হেসে, রীধি নিলয়ের দিকে তাকালো। চোখ বলছে, বুঝে নাও ! তোমাকে কে বলল, 'আমি তোমাকে ভালবাসি ?' নিলয়, এক মুহুর্ত চুপ থেকে হঠাৎ-ই হা হা করে হেসে উঠল। 'আমাকে কে বলেছে জানতে চাও ?' 'কে ?' 'আমাকে এই সন্ধ্যা বলেছে, ঐ উড়ে যাওয়া পাখীর দল বলেছে, জন্মবধি কারো অপেক্ষায় দাড়িয়ে থাকা এই বৃক্ষসারি বলেছে, এই নির্জন রেললাইন বলেছে- আমার হাত ধরে রেললাইনের উপর হেটে চলা পৃথিবীর সবচেয়ে রুপবতী এই মেয়েটি আমাকে ভালবাসে।

' 'নিলয়, যাও ভাল হবে না কিন্তু। ' 'কেন ? কি হবে ?' 'প্লিজ ওমন করে বলো না। আমার ভয় হয়; তোমাকে যদি কভু হারিয়ে ফেলি। ' নিলয় তাকিয়ে দেখল, রীধি কাদছে ! অভয় দিতে নিলয় বলল, 'একি তুমি কাঁদছ ! যাও আর কভু ওমন করে বলবো না। মরে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না।

এই তোমাকে ছুয়ে বলছি। ' ' সত্যি !' আর ঠিক তখনই, পিছন থেকে আসা, ঢাকা-নারায়ণগন্জ রুটে নতুন চালু করা চায়নার তৈরী প্লাস্টিকের ট্রেনের ধাক্কায় দুজনই মরে গেল ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।