আমাদের কথা খুঁজে নিন

   

৭০ হাজার বাংলাদেশি ‘কর্মস্থল ছেড়েছেন’, জানাল ওমান

বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে ওমান সরকারের একটি প্রতিনিধি দল এ তথ্য জানান।

দ্বিপক্ষীয় ওই বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ওমানের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক পালিয়ে গেছে। তবে কেন পালিয়ে গেছে তার কারণ তারা জানাতে পারে নাই। ”

কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা জানালেও এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কতোদিন সময়ের মধ্যে তারা ‘লাপাত্তা’ হয়েছেন- সে তথ্যও পাওয়া যায়নি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী মনে করছেন, কাজের পরিবেশ এবং বেতনের কারণে শ্রমিকরা নিজেদের কর্মস্থল ছেড়ে যেতে পারেন।

বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন’ কমিটিকে ওমানে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি  কাজ নিয়ে ওমানে গেছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওমানের সঙ্গে প্রতিবছর দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকই এবার ঢাকায় হলো, যা গতবছর ওমানে হয়েছিল।

তিনি জানান, নির্মাণ শ্রমিক, কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন খাতে আরো বেশি শ্রমিক পাঠানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার, ওমান সরকারের জনশক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ আয়াল আল আমরি বৈঠকে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।