আমাদের কথা খুঁজে নিন

   

সেলফোনও নেই উডলির!

শেইলিন উডলিকে ‘ডাইভারজেন্ট’- এর মতো উচ্চ প্রযুক্তিনির্ভর চলচ্চিত্রে দেখে অভ্যস্থ হলিউড ছবির পোকারা। কিন্তু বাস্তব জীবনে এ নায়িকা যে মোটেই প্রযুক্তি সচেতন নন তা ক'জনই বা জানেন। এমনকি একবিংশ শতাব্দীর এ প্রান্তে এসে কোন প্রত্যন্ত অঞ্চলের স্কুলপড়ুয়া ছেলেটি যখন অ্যানড্রয়েড ফোন নিয়ে নাড়াচাড়া করে তখন একটি সাধারণ সেলফোনও নেই মার্কিন এ অভিনেত্রীর। খবর : টাইমস অফ ইন্ডিয়ার।

সম্প্রতি ২৩ বছর বয়সী এ অভিনেত্রী নিজেই তার এ প্রযুক্তি দুর্বলতার কথা অকপটে স্বীকার করলেন।

তিনি বলেন, ‘আমি প্রযুক্তি ব্যবহারে মোটেও অভ্যস্ত নই। আমার স্মার্টফোন তো দূরের কথা এমনকি কোনো সেলফোনও নেই। ’

জানা যায়, প্রযুক্তি ব্যবহার করাকে উডলি নিজের জীবনে কারো অনধিকার প্রবেশ করার মত মনে করেন।

তিনি আরও জানান, প্রযুক্তির কাছ থেকে যে যতটা দূরে থাকে সে ততটাই স্বাধীনতা উপভোগ করতে পারে। যে দিন থেকে তিনি ফোন ব্যবহার করা বাদ দিয়েছেন সে দিন থেকেই তিনি মানুষের সঙ্গে আরও বেশি কথা বলা শুরু করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.