আমাদের কথা খুঁজে নিন

   

নরম কোমল ঘাস কিংবা বনফুলের।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। জেসিকা, একদিন সুইচ গেটে ঠাঁয় দাঁড়িয়েছিলে চৈত্রের তাপে গলে গিয়েছিলে, কাঙ্ক্ষিত পুরুষের জন্য তোমার অপেক্ষা। তুমি কেঁদে কেঁদে ঝরিয়েছিলে নোনাজল পাশে নদী বইছিলো তবু সে তোমায় দেইনি এতটুকু জল।

আজন্ম দুখি তুমি এক আর্ত কাঙাল ছিলে ভালোবাসার খইয়ের মতো ফুটেছিলে শীতের সকালসোনা রঙ রোদে তুমি আজ কতদূর তোমাকে ভালোবাসাকে অবহেলা করে আজ এই শহরের প্রবেশদ্বারে তোমার সুইচ গেটে দাঁড়িয়ে থাকার মতোন আজ এতটুকু ভালোবাসার জন্য ঠাঁয় দাঁড়িয়ে থাকি, আজ এতটুকু শিশির বিন্দু পাই না নরম কোমল ঘাস কিংবা বনফুলের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।