আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট ক্রীতদাস




আকাশ জুড়ে বিশাল একটা আলোকবৃত্তের মত
পূর্ণ চাঁদটা হাসছে ।
খোলা ছাদে একাকী দাঁড়িয়ে আমি-
একজন কর্পোরেট ক্রীতদাস।

নিজেকে চন্দ্রাহত বলতে আমি নারাজ;
বরং বিশাল চাঁদটা আমার নির্ঘুম রাতের সঙ্গী
মায়াবী জোছনা বাড়িয়ে দিয়ে
আমাকে বেঁধেছে মমতার আলিঙ্গনে।

সর্বোচ্য শিক্ষা আর নানা রকম
এলে বেলে এত্তো এত্তো সনদ নিয়ে
আজ আমি কর্পোরেট ক্রীতদাস।

গরু-ছাগল যেমন গলায় দড়ি বেঁধে
মাঠে নিয়ে যাওয়া হয়
তেমনি আমার গলায়ও টাই নামক দড়ি বেঁধে
নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে কাজের জায়গায়।

তারপর মনিবের হ্যাঁ-ই আমার হ্যাঁ আর
তার না-ই আমার না।
খাবার আর আশ্রয় যোগাতে আমার নিজের সত্ত্বা বিলিন।

গলায় দড়ি বাঁধা আমার মুখে সুন্দর হাসি
কর্পোরেট ক্রীতদাসের হাসি
যার পিছনে লুকিয়ে আছে অশ্রুত বোবা কান্না।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.