আমাদের কথা খুঁজে নিন

   

ছায়ানীড়

নক্ষত্র রাত শেষে উষ্ণতা শরীর জুড়ে
শিখে যাই ঝরা পাতা কুড়ানোর সুখ।
এমন একটি রাতের সুবাস
থাকা না থাকায় কি আসে যায়?
তোমার ছায়ানীড় চোখের সিমানায়
উদাস করা দৃষ্টিতে এত মোহ ছিল,
আর ছিল স্বপ্ন দেখানো রাত,
তুমি আমি ঝর্না জলে সিক্ত
আর শিখে যাই পাতা কুড়ানোর সুখ।

তবে আর দ্বিধা কেন?
এসো চুমু একে দেই তোমার চোখে,
আহা কি মোহিনী চোখ !
এসো শুভ্র বিছানায় রুপকথার গল্প আঁকি,
সে আকণ্ঠ বিষের অধরে
এসো ডুবে যাই বিধুর অনুরাগে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।