আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি এতই অবহেলিত যে আমাকে বিয়া করতেই হইবে???????

আমি আমার "বাস্তব" কর্মব্যস্ত জীবনের ফাকে একটু বিনোদনের আশায় সুধু মাত্র ফান/মজা/টাইম পাশ/বন্ধুত্ব/দুষ্টামি করার জন্যেই আমার " "ভার্চুয়াল লাইফ" ব্যাবহার করি। আমার কোনো কমেন্টে বা পোস্টে কেউ যদি আঘাত পান, তাহলে সরাসরি জানাবেন, আমি“প্রকাশ্য সরি” বলে দিব। ধুর। আমি নাহয় ফাজলামি করে বলছিলাম যে এই বছরই বিয়ে করব, কিন্তু সেটা নিয়ে এত সিরিয়াস হবার কি আছে!! ১২-১২-১২ তো চলে গেছে। সারাদিন কামলা খাটি, সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে আড্ডা দেই।

বাসায় যখন আসি তখন পেটে “ছুচ” দৌড়ায়। রুপকথার “রাক্ষসের” মত ডাইনিং টেবিলে হামলিয়ে পড়ি। তখনই পুরপুরি উপলব্দধি করে যে “ত্যাগে নয়, ভোগেই সুখ”। আমি আগা-গোড়াই ভোজন রসিক, (তবে নিন্দুকেরা পেটুক বলে অপব্যাখ্যা দেয়), বিভিন্ন লোভনীয় খাদ্য আমার কাছে প্রিয়তমার চেয়েও ইকটু বেশি প্রিয়। আজ ডাইনিং টেবিলে খাবারের মেনু দেখে কোনো রকমে হাত মুখ ধোয়া পর্জন্ত আমার জিহবা কন্ট্রোল করি।

কিন্তু বিধিবাম। যখনই খাওয়া শুরু করি তখনই ক্যাচাল শুরু হয়। ব্লগে ক্যাচাল সুখাদ্য হলেও বাস্তবে নয়। কিঞ্চিৎ উদাহরন দেই বোড় বোনঃ ওই তোর বিয়ার কি হইল রে? বিয়া!! ??আমার ? কবে?? দুলাভাইঃ সে দিন যে মেয়ের কথা বললাম, সে মেয়ে্র বাবা তো তোমাকে হেব্বি লাইক করছে। তোমার মত "ভোলা ভালা" পোলাই নাকি তার পছন্দ।

আমিঃ ভাইজান কি আমাকে ইনসাল করলেন, নাকি প্রশংসা করলেন ঠিক বুঝলাম না। আম্মুঃ মেয়ে কেমন? দুলাভাইঃ জ্বি মা। মেয়ে গ্রাডুয়েশন কমপ্লিট করে এখন এম,বি,এ করছে। আর নিজে একটা বায়িং হাউজ দেবার চেস্ট করছে, বড়বোনঃ ভালই তো। আম্মুঃ ভালই দুলাভাইঃ জ্বি মা।

মেয়ে খুবই সুন্দরি, স্মার্ট। উচা লম্বা .........আকুডুম বাকডুম আম্মুঃ ভালই বড়বোনঃ ভালই তো। দুলাভাইঃ জ্বি। মেয়ের বাবার নিজের বাড়ি আছে। একটা ফ্লাট মেয়েকে দিবে।

সেখানে একসাথে মেয়ে আর মেয়ের জামাই থাকবে। আমার পছন্দ হয়েছে আম্মুঃ আমারও বড় বোনঃ আমারও আমিঃ ভাইজান, মেয়ের হাত পা কি ঠিক আছে? বড়বোনঃ মানে? আমিঃ না বলছিলাম যে, আমার মত “ভোলা-ভালা” মানুষের সাথে কেন এই হাই ফ্যামিলির মেয়ে বিয়ে দিতে আগ্রহি?? আমার কিঞ্চিৎ ডাউট আছে, মেয়ে আসলেই মেয়ে তো নাকি..................(হাসি দেই) আম্মুঃ থাবড়া খাবি বড়বোনঃ আম্মা দেখছ?? কত বড় বাজিল!!!??। আমি বলি কি, ওর বন্ধু রাসেলের শালী আছে। মেয়ে খুবই সুন্দরি। অত্যাধিক স্মার্ট।

আম্মুঃ আমি শুনছি, আমার পছন্দ হয়েছে। বড় বোনঃ ফ্যমিলির অবস্থাও ভাল। আম্মুঃ মেয়ের ফ্যামিলি দিয়ে কি করব? মেয়ে ভাল হলেই হল। আমি রাজি তুই কথা বল বড় বোনঃ মেয়ের বয়স একটু কম তো, তাই একটু ছট-ফট প্রকতির, দুলাভাইঃ এটা ব্যাপার না। বিয়ের পরে ঠিক হয়ে যাবে।

(আমি আর বাদ যাই কেন, আমিও বলি) আমিঃ ওহ মনে পরছে, আমাদের সাথে এক ফ্রেন্ড আছেন, সে এক মেয়ের কথা বলছে। বড়বোনঃ মেয়ে কি করে মানে কিসে পড়ে? আমিঃ গতবার টাইনা-টুইনা ডিগ্রি পাস করছে? বড় বোনঃ টাইনা-টুইনা মানে? আমিঃ কথার কথা বললাম। গতবার গ্রাজুয়েট কমপ্লিট করেছে। দুলাভাইঃ এখন কি করে? আমিঃ এত রাতে আর কি করবে? ঘুমায়। ।

বড় বোনঃ ফাজলামি করস? মেয়ে চাকুরি করে, না কি করে সেটা বল। আমিঃ শুনছিলাম মেয়ে ফার্মাসিতে নাকি ফার্মাসিটিক্যাল কম্পানিতে চাকুরি করে। দুলাভাইঃ ভালই আম্মুঃ ভালই বড়বোনঃ ভালই আমিঃ মেয়ে বেশি সুন্দর না। বড়বোনঃ বেসি সুন্দর মেয়ে ভাল না। দুলাভাইঃ আরে সুন্দর দিয়া কি করবা? বউ দিয়া তো ফ্যাশন শো করবা না।

আম্মুঃ হুম ভালই শুনিলাম মেয়ে নাকি অতি ভদ্র, নম্র, “লেজ” বিশিষ্ট। বড় বোনঃ “লেজ” বিশিষ্ট মানে? দুলাভাইঃ ভালই আম্মুঃ ভালই আমিঃ না মানে ভদ্র, নম্র “লজ্জা” বিশিষ্ট। অর্থাৎ মেয়ে খুব লাজুক। দুলাভাইঃ ভালই আম্মুঃ ভালই আমিঃ তবে মেয়ে মনে হয় একটু শর্ট। দুলাভাইঃ আরে, বেশি লম্বা মেয়ে ভা না।

বড় বোনঃ ভালই আম্মুঃ ভালই এবার আমি চিৎকার করে বলি (অলরেডি আমার ভোজন পর্ব শেষ পর্বে আছে, আর একটা মেনু বাকি) আমিঃ আমাকে কি মন্দিরের ঘন্টা মনে হয়ে?? যেই মেয়ের কথা শুনবা তাকেই বাজাবা “ভালই” “ভালই”। আমি যদি এখন নাইকা ময়ুরির কথাও কই, তাইলেও বলবা “ভালই” “ভালই” ময়ূরী মোটা, তোমারা বলবা “ভালই”“ভালই” ময়ূরী চিকন, তোমারা বলবা “ভালই”“ভালই” ময়ূরী শোবিজ গার্ল, তোমারা বলবা “ভালই”“ভালই” আমি কি ঘরের খুটি হয়ে গেছি?? যে বিয়া করতেই হবে? আমার বয়স ২৮ কি ২৯, এখনো অনেক সময় বাকি আছে (খাওয়া শেষ। এবার যাইগা, বিড়ি টানি) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।