আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হলুদ হয়েছে আজ আমার পরাণপাখি // শাফিক আফতাব //



কোনো কিছুতে দায় নেই, সায় নেই __
দক্ষিণা বায়ে তাই আসেনা শিহরণ,
কালের ছোবলে কোথায় হারালো হায় !
ভালোবাসার মন।

অনেকপথ চলে থেমে গেছি ইস্টিশনে,
আবছা আলোর ভেতর ভাসে ভালোবাসার কুয়াসা ;
কে রূপশী দিয়ে যায় ভালোবাসা ?
হাতছানি দেয় কার্তিকের সমীরণে।

পথগুলো পুরু হয়ে গেছে,
নদীরা ভরে গেছে পলিতে,
ভূপৃষ্ঠও ভরে গেছে __
ঘ্রাণগুলো ফিকে হয়েছে কলিতে।

আমি কেমন আজ দায়হীন মানুষ নিথর বসে থাকি __
কেমন হলুদ হয়েছে আজ আমার পরাণপাখি।
১৪.০৩.২০১৪

কেমন হলুদ হয়েছে আজ আমার পরাণপাখি //
শাফিক আফতাব //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.