আমাদের কথা খুঁজে নিন

   

ICC T-20 উদ্বোধনী অনুষ্ঠান এবং...

স্বপ্ন আলো আঁধার

মানুষের সন্তুষ্টির মাত্রা সবসময়ই একটু বেশি কিন্তু হুজুগে বাঙালি বলে কথা আমাদের তো সবকিছুই আবার একটু বেশি বেশি! সকল সামাজিক যোগাযোগের মাধ্যম সমূহ আজ সমালোচনায় মুখর। আচ্ছা আমি শুধু একটা কথাই ভাবছি কোন বড় রকমের ঝামেলা ছাড়া আমাদের এই ভঙ্গুর অবকাঠামো গ্রস্থ এবং ত্রুটি পূর্ণ ব্যবস্থাপনাময় কিন্তু ব্যাপক সম্ভাবনাময় একটি দেশে আন্তর্জাতিক মানের একটি পরিবেশনা সম্পন্ন হল এটা কি কম গর্বের কথা।
ভারতীয় দের আধিপত্য বিস্তার এই প্রসঙ্গে আমি বলবো কাউকে সুযোগ না করে দিলে সে কখনই সেটা করতে সামর্থ্য হয় না, আজ যারা আমাদের কর্তাব্যক্তিদের সমালোচনায় মুখর তাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের ড্রয়িং রুমের টিভি সেট কি ভারতীয় সংস্কৃতির আগ্রাসন মুক্ত? আপনি নিজে হয়তো সেই চ্যানেল দেখেন না কিন্তু পরিবারের আর সবাই? আমিও কোন ধোয়া তুলসীপাতা নই কারণ আমার টিভি সেটেও সেই সব চ্যানেল চলে আমি হয়তো দেখিনা অন্যরা দেখে! যদি সমালোচনা তে আসতেই হয় তবে গঠনমূলক সমালোচনা করুন এমন পদক্ষেপ নেয়ার কথা ভাবুন যাতে আমরা যেমন ভাবে ভারতীয় চ্যানেল গুলো দেখতে বাধ্য হচ্ছি তাদেরকেও যেন ঠিক তেমনি ভাবে আমাদের চ্যানেলগুলো দেখাতে বাধ্য করা হয়। আমি নিশ্চিত আমরা যদি আমাদের চ্যানেলগুলো সেখানে সম্প্রচারের সুযোগ পাই তবে সেখানকার দর্শক আমাদের নাটক, আমাদের চলচিচত্র,আমাদের নান্দনিক সংগীতে আকৃষ্ট হতে বাধ্য।
সর্বোপরি সবসময় নিজের দোষটা অন্যর ঘাড়ে না চাপিয়ে নিজেরাও কিছু ভাবি, তাতে কিছু করতে পারি আর না পারি একটা আলোচনার বিষয় তো বেরিয়ে আসবে, আর তাতেই না হয় বাঙ্গালিয়ানা আড্ডাটা জমবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।