আমাদের কথা খুঁজে নিন

   

টিভি সম্প্রচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড

রোববার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ, প্রায় ১৮০ কোটি মানুষ দেখতে পারবেন। টুর্নামেন্টটি সম্প্রচারিত হবে ২০টি ভাষায়, ২৯টি চ্যানেলে। এর আগে আইসিসির কোনো টুর্নামেন্ট এত মানুষ দেখেনি বা এতগুলো চ্যানেলেও সম্প্রচারিত হয়নি।

শুধু তাই নয়, প্রথমবারের মতো ক্রিকেট ম্যাচ সম্প্রচারে ব্যবহার করা হবে ২৮টি ক্যামেরা। এর মধ্যে সাতটি ক্যামেরা থাকবে ‘আল্ট্রা মোশন’ বা উচ্চ ক্ষমতা সম্পন্ন।

এছাড়া ব্যবহৃত হবে স্পাইডার ক্যামেরা এবং উন্নত গ্রাফিক্স।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের বিশ্বাস, এবারের বিশ্বকাপের খেলাগুলো টিভিতে দর্শকরা প্রাণভরে উপভোগ করবেন।

“বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছে বলে আমরা উচ্ছ্বসিত।”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.