আমাদের কথা খুঁজে নিন

   

।। দূর-সমুদ্রের পথে ।।

বাঙলা কবিতা .......... .......... উজ্জ্বল শিখায় দাউদাউ পুড়ছে আমাদের ভবিষ্যত জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে ব'সে আছো তুমি ভাবছো, কী কুক্ষণেই না সেই পাষণ্ডের প্রেমে পড়েছিলে যে কিনা একা একা উদ্ভ্রান্ত হেঁটে যায় দূর-সমুদ্রের পথে তোমার দুচোখের মণিতে প্রতিফলিত হচ্ছে গাঢ় শিখার উজ্জ্বলতা চিনি না, এমন একটা ঘর হাত ধরে টানছে আমাকে এখনও স্বজন-না-হয়ে-ওঠা এই সমুদ্রের অর্ধপরিচিত হাওয়া তারও আছে মায়াবি টান এখানে, লোকসমাগমহীন উপসমুদ্রের এই কিনার ঘেঁষে নির্মিত নৈঃসঙ্গ্য ও নির্জনতায়, আমি শুনি হাওয়ার সেতার এবং ক্রমশ ঠাণ্ডা হয়ে ওঠা বাতাসের দাঁত আমাকে কামড়ে ধরছে মাংসভেদী, পৌঁছে যাচ্ছে অপ্রমাণিত হাড়ের দৃঢ়তা অব্দি জানি না, কীভাবে পাড়ি দেবো বিপুল এ জলরাশি শুধু জানি, এ সমুদ্র পেরোতেই হবে; তারপর অপেক্ষমাণ তোমার অগ্নিকুণ্ড ঘেঁষে আমার জন্য নির্ধারিত আসন একদিন পাইয়ে দেবে জীবনের সমুদয় উষ্ণতার দিন .......... ..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।