আমাদের কথা খুঁজে নিন

   

এ আর রহমান কনসার্ট: প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com


আইয়ুব বাচ্চুর বিপক্ষে অন্য ব্যান্ডদলগুলোর একটা অভিযোগ প্রায় শুনি, তিনি খুব অবজ্ঞা করেন তাদেরকে। কাল নিজেই অবজ্ঞার শিকার হলেন। তাঁকে এই অবজ্ঞা কিন্তু কোন বড় ব্যান্ড, এ আর রহমান বা একন করেননি। করেছেন আয়োজক বিসিবি ও ধনীর দুলাল-দুলালীরা। তাই উদর পিণ্ডি বুঁদর ঘাড়ে মানে রহমান বা একনের ঘাড়ে ফেলাটা হবে চরম মুর্খামির পরিচয়।

যদিও হুজুগে দেশ প্রেমের বুলি আওড়ে বাহবা পেতে এটাই করছেন অনেকে। এটা নেটিজেনদের পুরনো রোগ। দেশ প্রেম, বাংলা প্রেম, সংস্কৃতি প্রেম কাজে প্রমাণের চেয়ে ঝটিকা স্ট্যাটাসে দেখাতেই তারা বেশি উৎসাহী।

৭৫ হাজার টাকা দামের টিকেট কিনলেই যে ভালো দর্শক হওয়া যায় না এটা প্রমাণিত হলো। কনসার্ট সফল হয় দর্শকদের গুণে।

সাদামাঠা পারফরমেন্সকে দর্শকরা চাইলে হৈ-হুল্লোড় করে মাতিয়ে তুলতে পারে। আবার অসাধারণ পারফরমেন্সের শো-কে নীরস-নিথর-অপদার্থ হয়ে পানসে করে ফেলতে পারে।

কালকের প্রোগ্রামে টিটুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করা হলেও এটি ছিল স্রেফ একটি কনসার্ট। উদ্বোধনী অনুষ্ঠান কি তা আমরা ২০১১ সালেই দেখেছি। রহমান ও একনই শোয়ের মধ্যমণি বাকিরা দুধভাত এটা জেনেও কেন অন্যরা গেলেন পারফর্ম করার আশায়? তাঁরা ঠিকই জানতেন আয়োজকদের ইচ্ছা আর উপস্থিত দর্শকদের চাহিদার কথা, তবুও রহমান/একনের সাথে একই মঞ্চে শো করার লোভ সামলাতে পারেননি।

জানি, এভাবে বললে একটু কঠিন শোনায়, কিন্তু যে কনসার্টের প্রচারণা থেকেই তাদেরকে গুরুত্ব দেয়া হয়নি সেখানে কনসার্টের মঞ্চে তারা কিভাবে গুরুত্ব আশা করেন?

এ আর রহমান একজন ব্যয়বহুল মিউজিশিয়ান। রহমানকে যারা হায়ার করেন এটা মেনেই করেন। কোটি কোটি টাকা খরচ করে রহমান ও তার মিউজিক বাংলাদেশিদের সামনে সরাসরি উপস্থাপনের প্রচেষ্টা খারাপ না। কলম্বিয়ার শাকিরা যদি ফুটবল ওয়ার্ল্ড কাপের আসরে গান গাইতে পারেন তেমনি আন্তর্জাতিক তারকা এ আর রহমান টিটুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসরে সঙ্গীত পরিবেশন করতেই পারেন। কিন্তু গোল বাঁধাল আয়োজকরা, তাদের অনুষ্ঠান পরিকল্পনার চরম অদূরদর্শিতা গতকালের সেলিব্রেশনকে বিতর্কিত করেছে।

এটা শুধু আমাদের জন্য না, খোদ রহমানের জন্য ছিল অস্বস্তিকর।

কনসার্টটির প্রোডাকশন ভ্যালু হাই হলেও অনুষ্ঠানটির টিভি প্রোডাকশন ভালো ছিল না, এর জন্য দায়ী চ্যানেল নাইন। অদ্ভুত দর্শকদের কথা তো আগেই বলেছি, চড়া দামে টিকেট কিনতে পারলেই সাপোর্টিভ দর্শক হওয়া যায় না। তেমন মানসিকতা ও রুচিও প্রয়োজন।

আর চ্যানেল নাইন লাইভ সম্প্রচারের নামে কি করেছে তা সবাই জানে।

তারা একনের পারফর্মেন্সের আগে দর্শকদের কোন ইনভলবমেন্ট দেখায়নি। ভেন্যু দর্শকদের রিঅ্যাকশন দেখানো ছাড়া টিভিতে লাইভ প্রোগ্রাম কখনোই মজা পাবেন না। তাদের ক্যামেরা ওয়ার্ক ছিল শুধু মঞ্চকেন্দ্রিক, সেই ক্যামেরা মুভমেন্টও যথেষ্ট লাইভ-বান্ধব ছিল না। সাউন্ড টেলিকাস্টের সমস্যা, বিজ্ঞাপনের দৌরাত্য তো ছিলই। মনে রাখতে হবে, এই এ আর রহমানই বিশ্বজুড়ে অসংখ্য কনসার্ট মাতিয়েছেন একই সহজাত স্টাইলে।



একটা শ্রেণী এখানে রহমানের ভারতীয় হওয়াকে দোষ ধরে দেশপ্রেমের ছোঁয়া লাগিয়ে ভারত-বিদ্বেষী হাওয়া গরম করার চেষ্টা করছে। দেশপ্রেমের কারণেই সুনির্দিষ্ট ক্ষেত্রে ভারত-বিরোধী হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু তার মানে এই না যে কেউ ইন্ডিয়ান হলেই তাঁকে বিতর্কিত করার জন্য পায়তারা করতে হবে। আপনারা তো গুণীর সম্মানের কথা বলেন, গুণী বিদেশী-ইন্ডিয়ান হলেই তাঁকে অসম্মান করে কথা বলবেন নাকি? তাহলে আজ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, অমর্ত্য সেন, এপিজে আবুল কালাম, মকবুল ফিদা হুসেন এদের নিয়ে খিস্তি-খেউর শুরু করে দিন, মূর্খতা-ভণ্ডামির মহোৎসব হোক। যাকে মারার তাকে না মেরে নিরীহ-নির্দোষ অন্য কাউকে মেরে কাকে কি শেখাতে চাচ্ছেন? আগে ঘরের মশাগুলো মারুন মশায়রা।

দোষ কি, দোষ কার, কেন হলো, আসল শত্রু কে, কিভাবে এড়ানো যেত এসব আগে ঠাণ্ডা মাথায় ভেবে-চিন্তে চিহ্নিত করুন।

তা না হলে ঘটনা ঘটবার অব্যবহিত পর হাতুড়ে ডাক্তারের মতো এসে ভয়ঙ্করী বিদ্যার প্রমাণ-ছাপ অনলাইন দুনিয়ার বড় রাস্তা, অলি-গলি, ঝোপ-ঝাড়ে রাখতেই থাকবেন।

নিজেকে বড় করে দেখানোর জন্য, নিজের দেশপ্রেম প্রমাণের জন্য অন্যকে ছোট করে দেখানোর মানসিকতা অসুস্থ নয় কি? যে কোন কিছু নিয়ে আদ্যোপান্ত না ভেবেই মুহূর্তেই খেচাখেচি করাটা কতিপয় লোকের দেশপ্রেম শো অফ করার রোগে পরিণত হয়েছে। এসব অসুস্থ কপট দেশপ্রেম থেকে মুক্তি চাই।

_______

প্রথম প্রকাশ: বাংলা অনলাইন ম্যাগাজিন, ১৪/০৩/১৪
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।