আমাদের কথা খুঁজে নিন

   

যে শিক্ষার উদ্দেশ্য শুধুই "মাল "উপার্জন, সে শিক্ষা গ্রহণ করে "মালওয়ালা "হওয়া যায়, প্রকৃত মানুষ হওয়া যায় না!



দৃশ্যপট - ১: আঁখি ৷ ১২ বছরের ছোট্ট এক কিশোরী ৷ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে বেছে নিয়েছে গৃহকর্মীর কাজ ৷ এক স্কুল শিক্ষকে গৃহে ৷ কিন্তু সে যে শিক্ষক নামক এক পশু সেটা বুঝতে তার বাকী থাকে যখন বুঝতে পারে তাকে আশ্রয়দাতা তার সাথে আপত্তিকর আচরণ করে ৷ শরীরের নানা স্থানে হাত দেয় ৷
দৃশ্যপট - ২ : রীতা নামের একটি মেয়ে কাজ করত এক উকিলের বাসায় ৷ একদিন বাড়িতে অনেক মেহমানের আগমন ঘটায় তাকে থাকতে হয় তার আশ্রয়দাতা দম্পতির সাথে একখাটে ৷ অবশ্য তার বয়স তাদের সন্তানদের চেয়ে ও অনেক কম ৷ রাতের গভীরে সে অনুভব করে, তার পিতৃতুল্য বৃদ্ধ উকিল তাকে বিশ্রীভাবে জড়িয়ে শুয়ে আছে ৷
দৃশ্যপট- ৩: রাফে ৷ ডাকনাম নিশাদ ৷ শারিরীকভাবে সৌন্দর্যের অধিকারী ৷ নয় বছরের পুষ্পতুল্য এই মানবশিশুটি বলাৎকারের শিকার হয়েছে তারই শরীরবিদ্যা শিক্ষকের কাছে ৷ কী নির্মম কাহিনী!
দৃশ্যপট ৪ - জনাব শান্তঘোষ মজুমদার ৷ এলাকার জনপ্রিয় এবং সম্মানিত একজন মানুষ ৷ তার বাসার কাজের ছেলে রায়হানের হাতে তার সন্তানের দামী খেলনাটি ভেঙে যাওয়ায় পাক্কা দুঘন্টা যাবত তাকে রোদে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছেন! তিনি আবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলনের একজন সক্রিয় কর্মী!
উপরের প্রত্যেকটি বাস্তব ঘটনা ৷ শুধু ছদ্মনামের আশ্রয় নেয়া হয়েছে ৷ যে শিক্ষার উদ্দেশ্য শুধু টাকা কামনো সে শিক্ষা গ্রহণ করে যে মানুষ পশুর মত অজ্ঞই থেকে যায় এর কিছু দৃষ্টান্ত ৷একজন মানুষের জীবনাচরণ, চালচলনে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রভাবশালী তা হল শিক্ষা ৷ বাংলাদেশের অধিকাংশ মানুষ যে শিক্ষা গ্রহণ করে তা হলস্কুল কলেজ ইউনিভার্সিটির প্রচলিত শিক্ষা ৷ কিন্তু এই শিক্ষার ফলাফল টা আমরা কোথায় পাচ্ছি? অবশ্য যে শিক্ষার উদ্দেশ্য শুধুই টাকা উপার্জন সে শিক্ষা থেকে নৈতিকতার আশা করা চরম বোকামি বৈ কিছু নয় ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.