আমাদের কথা খুঁজে নিন

   

ভোট চলছে ৮১ উপজেলায়

শনিবার সকাল ৮টায় কেন্দ্রগুলোতে ভোট নেয়া শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে এসব উপজেলায় প্রার্থী হয়েছেন ১১শ' জনের বেশি। তাদের মধ্যে থেকে ২৪৩ জনকে নির্বাচিত করবেন ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ ভোটার।

তৃতীয় ধাপে ৪২ জেলার ৮৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হলেও দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কারণে গাজীপুরের শ্রীপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এছাড়া সীমানা সংক্রান্ত জটিলতায় আদালতের নির্দেশে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

উপজেলার এই নির্বাচন দলনিরপেক্ষ হলেও রাজনৈতিক দলগুলোর সমর্থনে প্রার্থী হওয়ায় এ নিয়ে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়েও। ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও উল্টো দাবি বিএনপির- ‘প্রভাব বিস্তার করছে সরকার’।

জয়-পরাজয়ের হিসাবে এ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীদের পাল্লা ভারী। দুই পর্ব মিলিয়ে ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা ৮২ জন।

আর বিএনপি সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা ৯৮ জন।

সহিংসতার মধ্যে দশম সংসদ নির্বাচনের দুই মাসের মধ্যে উপজেলা পরিষদের প্রথম দুই ধাপের নির্বাচনে ৬২ শতাংশের বেশি ভোট পড়ে। এবারও ভালো ভোটার উপস্থিতির আশা করছে ইসি।

শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে এরইমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে মোট পাঁচদিন মাঠে থাকবে তারা।

এছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকছে।

ফাইল ছবি

কোথাও কোথাও সহিংসতার আশঙ্কার পাশাপাশি ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠলেও সিইসির রুটিন দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানিয়েছেন, ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

“সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বদ্ধ পরিকর। অনিয়ম দেখলে ব্যবস্থা নেয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি।

এর আগে ১৯৮৫ সালে প্রথম ও ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক দিনে ভোট হয়। তারও দেড় যুগ পর ২০০৯ সালের জানুয়ারিতে একদিনে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হয়।

এবার ছয় ধাপে দেশের ৪৮৭ উপজেলায় পর্যায়ক্রমে ভোট হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্বের পর ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের ভোট।

শনিবার তৃতীয় পর্বের ভোট গ্রহণের পর ২৩ মার্চ চতুর্থ, ৩১ মার্চ পঞ্চম এবং ৩ মে ষষ্ঠ পর্বে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।


তৃতীয় পর্বের ভোটতথ্য

এ পর্বে ৪১ জেলার ৮১ উপজেলায় মোট ১ হাজার ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪১৯, ভাইস চেয়ারম্যান পদে ৪২৩ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭৭ জন।

মোট ভোটার ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন, মহিলা ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন।

ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৪৫৬টি, ভোটকক্ষ ৩৮ হাজার ১৮৯টি।

প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৫ হাজার ৪৫৬ জন। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য এক জন করে মোট ৩৮ হাজার ১৮৯ জন। এছাড়া ৭৬ হাজার ৩৭৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।