আমাদের কথা খুঁজে নিন

   

“নটা-পাঁচটার ঘেরাটোপে”

আহমাদ ইউসুফ


সুখের সংজ্ঞা কি তা জানি না
ভাবতেও চাইনা আমি সুখী কিনা।
তোমাকেও আর ভাবি না
দুঃখের সাগরে, নাকি সুখের নগরে
আজ আর জানতে চাইনা তোমার ঠিকানা।

জীবনের নিয়মে জীবন যাচ্ছে চলে
খুনসুটি আর অভিমানে।
মোহাবিষ্ট আমি একাগ্র মনোযোগে
আজানু নিমগ্ন সংসার চক্রবাকে।

মোহের ঘোরে নাকি কর্তব্যের খাতিরে
নটা পাচটার ঘেরাটোপে।


তোমাকেও ভুলে শেষ পর্যন্ত অবশেষে,
বার বার ফিরে আসি দয়িতার কাছে।

সুখের সংজ্ঞাটা জানা নেই
দুঃখের স্বরুপও দেখা নেই।
তবু আবছা আধারে, জমাট অন্ধকারে
মন উত্থাল করে জয়িতা তোমায় ভেবে।

যদি বা কেউ জিজ্ঞাসে কোন প্রিয়জনে
এখনও স্বপ্ন দেখা হয় কি তাহার সনে।
তাকি হয়? শোভন নয় কোন কালে
দয়িতা-জয়িতা প্রেয়সী হয় একসাথে?


আহমাদ ইউসুফ
ঢাকা, ১৬ জানুয়ারী ২০১৪ ইং।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।