আমাদের কথা খুঁজে নিন

   

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

পর্দা উঠল পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুপুর সাড়ে তিনটায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দল দুপুর ২টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে।

কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুই দলের টিম বাস হোটেল থেকে শেরে বাংলা স্টেডিয়ামে পৌছে।

উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই মিরপুরের আশ-পাশের এলাকায় ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করে। অনেকের মাঠে প্রবেশের সুযোগ না থাকলেও স্টেডিয়ামের বাইরে আনন্দ ভাগাভাগি করতে ভিড় করছেন।

তিনটি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। মিরপুর ‘শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম’, চট্টগ্রামের ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম’ এবং সিলেটের নবনির্মিত সিলেট স্টেডিয়াম।

ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ‘এ’ তে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের তিনটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, সাব্বির রহমান রুম্মন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।