আমাদের কথা খুঁজে নিন

   

২৬ মার্চ থেকে ট্রাফিক সিগনাল অভিযান শুরু: ওবায়দুল কাদের

রাজধানীতে ট্রাফিক সিগন্যাল কার্যকর ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করা হবে ২৬ মার্চ থেকে। এ ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, এরইমধ্যে আমরা ২টি কমিটি গঠন করে দিয়েছি। তারা ৭ দিনের মধ্যে বৈঠক করে রিপোর্ট জমা দেবেন। ২৬ মার্চ থেকে অভিযান শুরু করা হবে।

পহেলা বৈশাখে ঢাকায় ৬০টি পেট্রোল চালিত ট্যাক্সিক্যাব নামানো হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে ৫০০টি ট্যাক্সিক্যাব নামানো হবে। এর মধ্যে ২৫০টি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাকি ২৫০টি তমা পরিবহন পরিচালনা করবে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।