আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা শিক্ষক হিসেবে ভাষাবিজ্ঞানকে অন্তর্ভূক্তির দাবি

কলেজ ও মাধ্যমিক পর্যায়ে বাংলা ব্যাকরণ পড়াতে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ দাবি করেছেন।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত 'বাংলা ব্যাকরণ বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অন্তভূক্তি' শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব যৌক্তিক বলেও উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢা বি ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আল কাইয়ূম খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এস এস সি ও এইচএসসি পর্যায়ে বাংলা বিষয়ের সাহিত্য ও ব্যাকরণ নামে দুুটি অংশ আছে। বাংলা বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র সাহিত্যের দিক থেকে পারদর্শী।

অন্যদিকে, ব্যাকরণ বিষয়ে পারদর্শী ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা বাংলা সাহিত্য বিষয়ে ৩ হাজার নম্বরের কোর্স পড়ে। অন্যদিকে, ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাহিত্য ও ব্যাকরণ মিলে ৩ হাজার ২ নম্বরের কোর্স পড়ে।

এক্ষেত্রে ব্যাকরণ বিষয়ে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিসন্দেহে এগিয়ে থাকবে। যে কারণে কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ব্যাকরণ বিষয়ে শিক্ষাদানে ভাষাবিজ্ঞানের শিক্ষার্থীরা উপযুক্ত।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আলমগীর হোসেন, মনুসর হেলাল, তারেক মাহমুদ, মাসুদ পারভেজসহ কয়েক শত শিক্ষার্থী।   

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.