আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা দেড় লাখ

বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ধর্ষণের শিকার এক বাক প্রতিবন্ধী কিশোরীর ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা। স্থানীয় সমাজপতিরা গত শুক্রবার রাতে ধর্ষিত কিশোরীর পরিবারকে মামলা করতে না দিয়ে কথিত সালিশের মাধ্যমে ধর্ষক সহোদরকে দুই লাখ টাকা জরিমানা করেন। তবে এর মধ্যে কিশোরীর পরিবার পাবে ৫০ হাজার এবং সালিশদের জন্য বরাদ্দ রাখা হয়েছে দেড় লাখ টাকা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার হস্তিশুন্ড গ্রামের জলিল হাওলাদারের বোনের মেয়ে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) সম্প্রতি ধর্ষণ করে প্রতিবেশী প্রবাসী সোনা মিয়ার দুই ছেলে শওকত শরীফ ও রাসেল শরীফ। এ বিষয়ে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

এদিকে বাক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার এবং এলাকাবাসী জেনে ফেলে। কিশোরীর পরিবার এ বিষয়ে মামলা করতে চাইলে তাদের মামলা থেকে বিরত রাখেন স্থানীয় কথিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ওই গ্রামের আকাব্বর হাওলাদারের বাড়িতে বনি আমিন তালুকদার, পলাশ তালুকদার, হুমায়ুন তালুকদার, ইউপি সদস্য জাকারিয়া, পুলিশ কনস্টেবল আলো শরীফ এবং হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেনের উপস্থিতিতে সালিশ মীমাংসার আয়োজন করা হয়। ওই বৈঠকে ধর্ষকদ্বয়কে দুই লাখ টাকা জরিমানা করে ৫০ হাজার টাকা কিশোরীর গর্ভপাত করার জন্য বরাদ্দ রাখা হয়। বাকি টাকা গচ্ছিত থাকার নামে ভাগাভাগি করে নেবেন কথিত সালিশরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.