আমাদের কথা খুঁজে নিন

   

T20 Celebration Concert - এবার মুখ খুললেন শাফিন

আমি যে অনেক পড়তে পছন্দ করি, এতে আমার কোন দোষ নাই!

T20 Cricket World Cup 2014 এর এবারের আসরের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজিত হচ্ছে বাংলাদেশেই। প্রতি বারের ন্যায় এবারও ক্রিকেট ওয়ার্ডকাপ উদ্ভোধনে আয়োজন করা হয় একটি কনসার্ট। তবে এই প্রথমবারের মতই কোন রকম সরাসরি উদ্ভোধনী অনুষ্ঠানের মত না করে আয়োজনটা ভিন্ন ভাবে করা হয়েছে। প্রথমে এটিকে সেলিব্রেশন কনসার্ট নামে বললেও সেটিকে পরে ওয়ার্ড কাপ এর উদ্ভোধনী অনুষ্ঠান বলা হয়েছে।

এমনকি এতে কোন ক্রিকেট দলের উপস্থিতিও ছিল না!

আবার পুরো অনুষ্ঠানকে মূলত ভারতের থেকে আনা শিল্পীদের গানে ভরাবার চেষ্টা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে যথা সম্ভব বাংলাদেশী শিল্পীদের অপমান। কথাটা শুনে মনে হতে পারে যে যেন ইচ্ছা করেই তা করা হয়েছে। আসলে বাস্তবতা যা ছিল তাতে বলাই চলে যে ইচ্ছা করেই করা হয়েছে। পুরো অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল ‘গ্রে’, যতদূর জানা যায় এটি ভারতীয় একটি প্রতিষ্ঠান। তারা বেশ কিছু অসঙ্গতি করেছে, যা থেকে মনে হতেই পারে যে তারা ইচ্ছা করে এই কাজ করেছে।



বাংলাদেশী শিল্পীদের দিয়ে কম গান গাওয়ানো, ভারতীয় শিল্পীদের দিয়ে বেশী গান গাওয়ানোর সাথে সাথে বড় একটি অন্যায় তারা করেছে বাংলাদেশী অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড মাইলস্‌ কে নিয়ে। সব থেকে মজার বিষয় মাইলস এমনই এক ব্যান্ড দল, যাকে শুধু বাংলাদেশীরা নয়, ভারতীয়রাও মনে প্রাণে ভালবাসে! কিন্তু তাদেরই নাম ব্যবহার করে প্রচারণা চালিয়েও তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। কিন্তু ভারতীয় বেশ কিছু নাম না জানা শিল্পীকেও জায়গা দেওয়া হয়েছে স্টেজে!

শাফিন ও তার ব্যান্ড মাইলস্‌কে স্টেজে না উঠতে দিয়ে এলআরবি (আইয়ুব বাচ্চু ও তার দল) কে দিয়ে ৩৮ মিনিট ধরে গান গাওয়ানো হয়েছে। এটি নিয়ে এলআরবির সাথে মাইলসের এক চোট অনলাইন কথাকাটাকাটি হয়েছে যা এখন সব খানে আলোচিত। এমনকি এ নিয়ে আইয়ুব বাচ্চু ও তার দল ছেড়েছেন BMBA।



আর এর পরই শাফিন তার ফেসবুক একাউন্টে প্রকাশ করেছেন একটি ভিডিও। যাতে তিনি বাংলাদেশের সামনে, বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশী স্বার্থের জন্য রেখেছেন কিছু প্রশ্ন। যা একবার হলেও আপনাকে ভাবাবে যে জাতি হিসাবে আমরা আমাদের সম্মানিত বেক্তিদের আসলেই সম্মান করতে পারছি কি না। নিচে ভিডিওটি দেওয়া হল।



আর এক পত্রিকাতে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল তারকা সাবিনা ইয়াসমিন বলেছেন, “এক কথায় বলব, সুপরিকল্পিত ভাবে দেশের শিল্পীদের ডেকে নিয়ে এ কনসার্টে চরম অপমান করা হয়েছে।

অনেকটা গরু মেরে জুতো দান আর কি। ”

আরও বিস্তারিত কিছু কথা পড়তে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।