আমাদের কথা খুঁজে নিন

   

ফুল আর খোকা


প্রতিদিন করে খেলা ছোট একটি ছেলে
বাগান থেকে ছোট ছোট হাজার গাছ তুলে ।
প্রতিদিনই গাছ গুলো লাগায় দরজায় ,
কখন ও পায় পিষে মাটিতে মিলায়।

দধির টপে লাগায় সে ফুলের চারাগুলো ,
সুন্দর নয় তা এখানে ওখানে সবই এলো মেলো ।
প্রতিদিন প্রতি ঘণ্টায় ঢালে পানি তাতে,
নতুন জীবন পায় খুঁজে সেই টপটাতে।

বেরে উঠে প্রতিদিন হয়ে উঠে তাজা,
প্রতিদিনই হয় গাছ রূপের সেই রাজা ।
হঠাৎ কলি এসে ধরল তাতে ফুল ,
তারই স্নিগ্ধ টানে মানুষ হয় মশগুল।

প্রতিদিনই ধরে ফুল ঝরে রাতের বেলা,
সবাই তারে করে যত্ন করেনা অবহেলা।
আজ পরিপূর্ণ শিশু ছেলের মন,
আর খোঁজেনা অন্যকিছু পেয়ে সুখের জীবন ।


ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ০৮/০৮/২০০১ ইং ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।