আমাদের কথা খুঁজে নিন

   

তোমাতে আমি অন্তর্লীন



ঘন সন্ধ্যার বুক চিরে
নেমেছে নিভাঁজ জ্যোৎস্না'র আগুন
পুড়েছি আমি
উহ্ কি ভীষণ পুড়েছি !
স্বর্গের শৈলী যেন পরতে পরতে ছড়িয়ে দিয়েছো তুমি
ঊষর বুকের জমিনে আঁচড় কেটে যায় যত
সবুজের নির্লিপ্ত খোয়াব ।

হেলায় যদি ভেসে যায় কখনও হেঁয়ালি চাঁদ
যদি মুষড়ে যাই কখনও বিদগ্ধ যাতনায়
আমি জানি ,
ঠিক সেদিনও তুমি আপন অভিধায়
জড়াবে আমায় সুখের আলিঙ্গনে ,
মুছে দেবে যত বিশুদ্ধ বেদনার দাগ ।

কি জানি ,
ধরা'র যত জরা কেন জানি স্পর্শ করেনা তোমায় !
ঘুরপাক খাওনা কোন অস্বস্তির ধুম্রকুণ্ডলীতে ,
প্রেয়সী'র খোলা চুলের গন্ধে
নীল প্রজাপতিগুলো সময় -অসময়ে কড়া নাড়ে
গোপন অভিমানের আলোড়নে কতটা ঝলসে যাও তুমি প্রিয়
ভেবেছি দেখবো !
না পারিনি,
তুমি কেমন যেন ধ্রুব
কেমন যেন স্নিগ্ধ
কেমন যেন তুমি !!!!!!!

সুখের প্রতিভাসে আমি নির্বিঘ্নে ভাসি
কখনও হাসি
কখনও কাঁদি ----।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।