আমাদের কথা খুঁজে নিন

   

দুবাই প্রবাসীদের সঙ্গে সেন্টার ফর এনআরবি'র সম্মেলন

দুবাইয়ে শেরাটন হোটেলে গত শনিবার রাতে অনুষ্ঠিত হলো সেন্টার ফর এনআরবি'র আয়োজিত মধ্যপ্রাচ্য সম্মেলন। সম্মেলনে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সুবিধা-অসুবিধা নানা সমস্যার কথা তুলে ধরেন।

সম্মেলনে প্রবাসীদের পরামর্শ নিয়ে দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন এনআরবি'র চেয়ারম্যান সেকিল চৌধুরী। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরামর্শের মধ্যে ভিসা খোলার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সুরাহার প্রস্তাব রাখেন তার কাছে।

এ প্রসঙ্গে সেকিল বলেন, ভিসা বন্ধ রয়েছে এ কথাই সত্য।

কেননা আগে অনলাইনে আবেদন করলে ভিসা পাওয়া যেতো। অথচ এখন ভ্রমণ ভিসার জন্যও অনলাইনে আবেদন করে পাওয়া যায় না। আবেদনকারী জাতীয়তা যখন বাংলাদেশি দেয়া হয় তখন আর আমিরাতের ভিসা দেওয়া হয় না। তবে এটা কোনও দলের সমস্যার নয়, এই সমস্যাটি আমাদের সামাজিকতা ও ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে।

দুবাই কন্সাল জেনারেল মাসুদুর রহমান জানান, প্রবাসীদের সুবিধার্থে কনস্যুলেটের কাজের পরিসর সম্প্রসারণ করা হচ্ছে।

এজন্য আরও একজন শ্রম সচিব নিয়োগ দেওয়া হবে। দুবাইয়ে যেহেতু নারী শ্রমিকদেরও ভূমিকা রয়েছে। সেদিক বিবেচনায় নারীদের সুযোগ-সুবিধা দেখার জন্যই এই পদে একজন নারীকেই নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, গৃহস্থলী কাজে আসা নারীদের পরিসংখ্যন না থাকলেও সিংহভাগ নারীই ভালোভাবে কাজকর্ম করতে পারছেন। তবে কিছু প্রতারক চক্রের কারণে কিছু কিছু নারী শ্রমিক প্ররোচিত হওয়ার ঘটনাও স্বীকার করেন তিনি।

আমিরাত থেকে রেমিন্টেস কমে আসার প্রসঙ্গে মাসুদুর রহমান বলেন, ভিসা বন্ধ থাকা একটা বড় কারণ হতে পারে। তবে এক্সপ্রো এর আয়োজন করতে যেসব ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে তা বাংলাদেশি শ্রমিক ছাড়া করা দুষ্কর। সে হিসেবে এ বছরের শেষ নাগাদ ভিসা খুলতে পারে। আর রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের যদি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাহিদা মতো পণ্য ক্রয় করে তবে রেমিটেন্স বাড়ানো সম্ভব।

যেহেতু ভ্রমণ ভিসাগুলো চালু রয়েছে সে দিকটা লক্ষ্য করে ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কাজ চালিয়ে নিলেও রেমিটেন্স বাড়ানো সম্ভব বলে তিনি জানান।

কর্মাশিয়াল কন্সাল ড. মাহমুদুল হক বলেন, বিদেশের সাথে বিনিয়োগের জন্য একটা ক্ষেত্র তৈরী করা এনআরবি এর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। একই সাথে হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে বৈধ অ্যাকশন নেওয়া যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর নওশাদ মোস্তাফা তার বক্তব্যে বলেন, আমরা যত কিছুই করি না কেন অবশ্যই এদেশে আইন মেনে করতে হবে। এমন কি ভিসা ইস্যুতেও আপনারা আমিরাতের প্রশাসনিক বিভাগে কথা বলতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে আইন ভঙ্গ করে যেন কিছু না করা হয়। কারণ এখানে বাংলাদেশের সুনাম রক্ষায় কাজ করার অনেক সুযোগ রয়েছে।

নাজমুল হকের সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্ন ও পরমর্শের ভিত্তিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের জিএম আবু ফারাহ মোহাম্মদ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।