আমাদের কথা খুঁজে নিন

   

এই পৃথিবী রঙ্গমঞ্চ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৬৩]
এই পৃথিবী রঙ্গমঞ্চ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

এই পৃথিবী রঙ্গমঞ্চ
মানুষ করে অভিনয়,
কেউ রাজা কেউ সাজে প্রজা
যাত্রা এই বিচিত্রময়-। ।

কেউ দোকানদার কেউ খরিদ্দার
কেউ কর্মচারী কেউ অফিচার,
কেউ দোষী কেউ করে বিচার
কেউবা কারে দেখায় ভয়-। ।



কেউ অন্ধ পথ দেখে না
কারো পথের নাই ঠিকানা,
কেউ করে পথ গঠনা
কেউ পথের যাত্রী হয়-। ।

কেউ দেখে রাজার স্বপন
গঠন করে রাজ সিংহাসন,
প্রাতে চাষা জাগে যখন
কেমন করে জ্বালা সয়-। ।

কেউ নেয় ঠগের পালা
জীবন ভরে সহে জ্বালা,
কেউ জীতে কেউ বেভুলা
আছে জয় আর পরাজয়-।



কার পাঠ কেবা করে
ভাবছে কয়জন নিজ অন্তরে,
ভাবছে যেজন চিনছে তাঁরে
ভাবের ঘোরে ডুবে রয়-। ।

অভিনয় সব ভবের মেলা
যাত্রা আর নাটকের খেলা,
পড়বে ধরা শেষের বেলা
দ্বীনহীন ফরিদে কয়-। ।



তাং ২১/০৭/১৯৮২ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।