আমাদের কথা খুঁজে নিন

   

টি-২০ ফ্লাশ মব ২০১৪

দেশকে ভালবাসি, কিন্তু দেশের জন্য কিছুই করতে পারি নাই বলে, নিজেকে খুব ছোটলোক ভাবি

আজকে ফেসবুকে দেখলাম অনেকেই আমগো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনেরা যে টি-২০ ফ্লাশ মব বানায়া ইউটিউবে দিছে এইটা নিয়া সেইরাম সমালোচনা করতেছে। ঠিক মত নাকি সিনক্রোনাইজ হয় নাই! ওদেরটা ভাল হয় নাই। পুরাই খ্যাত! এত হাবাইত্তাগো মতন করার কি আছে? আর কোন দেশে কি ইন্টারন্যাশনাল কোন অনুষ্ঠান হয় না নাকি? যত্তসব ফালতু কামকাজ? আরও কত কাবজাবর কথা যে কইতাছে কি আর কমু।

মুখটা ছুইটা গেল! ওরে তোগো যখন এতই হেডম তো এমন একটা বানায় দেখা দেখি? এহন যদি ব্রাজিলের রাস্তায় সাম্বা হইত তখন তো চোখ দিয়া ঠিকিই চাইটা চাইটা দেখতা! তখন আর ফালতু, খ্যাত লাগতোনা, তাই না!
তোগো আমার হাড়ে হাড়ে চিনা আছে। আমগো দেশের পোলামাইয়ারা এই টি২০ ফ্লাশ মব বানায়া এই ইভেন্টারে কোন লেভেলে নিয়ে গেছে তোগো নিচে একটা ছোট্ট উদাহরন দিতাছি।

পিপলস্ ইউনিভার্সিটি অব রাশিয়া - আমাদের দেশের জন্য একটা ফ্লাশ মব বানাইছে নিচে তার লিংক দিলাম


আরও আছে বাংলানিউজের রিপোর্ট
এবার মস্কোয় ‘চার ছক্কা হই হই’

এই বার দেখ শালা কত বড় 'ক'!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।