আমাদের কথা খুঁজে নিন

   

Adobe After Effects বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৫] :: বেসিক + রেন্ডারিং

সবাই কেমন আছেন? আশা করি ভালো। ভিডিও এডিটিং এবং VFX প্রেমীদের জন্যে আজকে আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তবে আজকের টিউটোরিয়ালটিতে আমি আসলে নতুন কোনো VFX নিয়ে নয় বরং খুবই বেসিক কিন্তু কার্যকরী কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো। আফটার ইফেক্টস এর নতুন ব্যাবহারকারীরা যেই ব্যাপারগুলো নিয়ে প্রায়ই সমস্যায় পরে সেগুলো হল ভিডিও রেন্ডারিং, প্রিভিউ দেখা নিয়ে সমস্যা, সাউন্ড এর সমস্যা এবং এরকম আরও কিছু ব্যাপার। আমি নিজেও আসলে প্রথম প্রথম এই ব্যাপারগুলো নিয়ে সমস্যায় পরতাম।


আমাকে প্রায়ই এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করা হয়, আমিও আমার সাধ্যমত উত্তরগুলো দেয়ার চেষ্টা করি। কিন্তু আসলে একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জিনিসগুলো যতটা সুন্দরভাবে বুঝানো সম্ভব সেটা আসলে মুখে বলে বা মেসেজে লিখে ঠিক বুঝানো যায় না। তাই ভাবলাম আফটার ইফেক্টস এর এই বেসিক ব্যাপারগুলো নিয়ে একটি টিউটোরিয়াল বানানো প্রয়োজন, একই সাথে এই ব্যাপারে টিউটোরিয়াল বানানোর জন্যেও বেশ কিছু অনুরোধ এসেছে। সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি করেই ফেললাম। আশা করি আজকের টিউটোরিয়ালটি দেখার পরে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং ভবিষ্যতে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আর সমস্যায় পরতে হবে না।

টিউটোরিয়ালটিতে আমি আসলে খুব অল্প সময়ের ভিতরে বেসিক ব্যাপারগুলো এবং একি সাথে অনেকেরই অজানা কিন্তু প্রয়োজনীয় কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আসুন টিউটোরিয়ালটি দেখে নেই।
After Effects: Basic Tips and Rendering Tutorial

টিউটোরিয়ালের ব্যাপারে আপনাদের যে কোনো মন্তব্য অথবা প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে করতে পারেন। আর এই মুহূর্তে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে কাজ করছি, আশা করি কয়েকদিনের ভিতরেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারবো। যারা আমার করা আগের কোনো ভিডিও দেখেননি তাদের জন্যে নিচে আমার সর্বশেষ ভিডিওটির লিঙ্ক দেয়া হল।


Time Freeze Fire!!

এরকম আরও নতুন নতুন ভিডিও এর জন্যে আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার YouTube চ্যানেলঃ
https://www.youtube.com/user/badhon92
এছাড়াও লাইক করতে পারেন ফেসবুক ফ্যানপেজঃ
https://www.facebook.com/AnExceptionalFilm

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.